X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অবসর প্রশ্নে দুই মাস সময় চেয়েছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৯, ১৫:৫৬আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৬:৫১

বিসিবি কার্যালয়ে মাশরাফি। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। ওই সিরিজ শেষে জিম্বাবুয়ের সঙ্গে একটি ওয়ানডে আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। লক্ষ্য একটাই−মাশরাফিকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া। কিন্তু শনিবার মাশরাফির সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ বোর্ডের কাছে দুই মাস সময় চেয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক।

অধিনায়ক মাশরাফি শনিবার মিরপুরে আসেন দুপুরে। বোর্ড প্রধানের সঙ্গে কিছুক্ষণ আলাপ করেই ত্যাগ করেন বিসিবি। সেখানে বোর্ড প্রধানের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি দুই মাস সময় চাইলেও প্রায় বছরখানেক ঘরের মাঠে বাংলাদেশ দলের ওয়ানডে কোনও সিরিজ নেই। আগামী বছরের মে’তে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। অ্যাওয়ে সিরিজ হওয়ায় সেই সিরিজে অবসর নেওয়ার সুযোগ নেই মাশরাফির। তবে আগামী ডিসেম্বরে আইরিশদেরকে ঘরের মাঠে আতিথ্য দেবে বাংলাদেশ। আগে সম্ভব না হলে হোমে হতে যাওয়া এই সিরিজেই বিদায় নিতে হবে মাশরাফিকে!

বিসিবি সভাপতি নাজমুল হাসানের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মাটিতে স্মরণীয়ভাবে বিদায় দেওয়া হবে মাশরাফিকে। সেই পরিকল্পনা এখনও অটুট আছে বলে জানালেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। শনিবার মিরপুরে তিনি জানালেন, ‘মাশরাফির কাছে জানতে চেয়েছি, জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ আয়োজন করা যায় কিনা। ও (মাশরাফি) মনে করে যে এত তাড়াতাড়ি অবসরের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আগামী মের আগে আমাদের কোনও ওয়ানডে নেই। সেজন্য এখনই না হলে তার জন্য সুবিধা হয়। দুই মাস পরে হলে সে (মাশরাফি) সিদ্ধান্ত নিতে পারবে। আমরা তার কথায় রাজি হয়েছি।’

২০০৯ সালের পর থেকে সাদা পোশাকে মাঠে নামা হয়নি মাশরাফির। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়েছেন ২০১৭ সালের এপ্রিলে। ওয়ানডে থেকে অবসর না নিলেও বর্তমানে ক্রিকেট থেকে অনেকটা দূরেই রয়েছেন মাশরাফি। ঢাকায় তেমন একটা থাকছেন না এখন। নড়াইলে নিজের নির্বাচনি এলাকায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী