X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অ্যান্টিগায় রেকর্ড গড়ে জয় ভারতের

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, ১২:৩৬আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৩:১১

রাহানের সেঞ্চুরির পর বুমরাহর তোপে শেষ ওয়েস্ট ইন্ডিজ। জসপ্রিত বুমরাহর বোলিং তোপে বিদেশের মাটিতে রেকর্ড জয় তুলে নিয়েছে ভারত। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়েছে সফরকারীরা। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৬০ পয়েন্ট পেয়েছে ভারত।  

অ্যান্টিগায় আগের দিনই বড় পুঁজি প্রাপ্তির পথটা সুগম করে রেখেছিল ভারত। সফরকারীদের এমন সাফল্যে একের পর এক রেকর্ড হয়েছে সঙ্গী। বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের সেঞ্চুরি ছাড়ানো ইনিংসে গড়েছে মঞ্চটা। এমন জুটি আবার ছাড়িয়ে গেছে সৌরভ গাঙ্গুলী ও টেন্ডুলকারকেও। দুই কিংবদন্তির সেঞ্চুরি ছাড়ানো জুটি ছিল ৭টি। সেখানে রাহানে আর কোহলির হয়ে গেছে আটটি। কোহলি ৫১ রান করে ফিরলেও পরে রাহানে প্রতিরোধের দেয়ালটা আরও বড় করতে পারেন হনুমা বিহারীর দৃঢ়চেতা ব্যাটিংয়ের কল্যাণে। রাহানে ১০২ রান করতে পারলেও সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বিহারী। ৯৩ রানে ফিরে গেছেন। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। তাতে ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ৪১৯ রান।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাঠে টিকতে পারে মাত্র ২৬.৫ ওভার! জসপ্রিত বুমরাহর অফ স্টাম্প লক্ষ্য করে করা বলেই হয়েছে সর্বনাশ। তার আগুনে বোলিংয়ে ১৫ রানে ছিল না ৫ উইকেট! ১১৩ ওভার মাঠে থাকার পর আসা যাওয়ার মিছিল ছিল ক্যারিবীয়দের ইনিংসে। ৫০ রানে ৯ উইকেট পড়ে গেলে দলকে লজ্জা থেকে বাঁচানোর চেষ্টা করেন কেমার রোচ ও মিগুয়েল কামিন্স। তাতে দলীয় রানটা পৌঁছায় শত রানে। ৩৮ রানে রোচ বিদায় নিলে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ১০০ রানে। কামিন্স অপরাজিত ছিলেন ১৯ রানে।

ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস ধসিয়ে দেওয়া বুমরাহ ৭ রানে নিয়েছেন ৫ উইকেট।

এর মধ্য দিয়ে অনন্য কীর্তিও গড়েছেন বুমরাহ। এশিয়ার একমাত্র কোনও বোলার যিনি দেশের বাইরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে ৫ উইকেট শিকার করেছেন। এছাড়া তিনটি নিয়েছেন ইশান্ত শর্মা। দুটি মোহাম্মদ সামি। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান রাহানে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু