X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সেমি নিশ্চিতের ‘কঠিন লক্ষ্য’ চট্টগ্রাম আবাহনীর

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২৩ অক্টোবর ২০১৯, ১১:৪২আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১১:৪৬

অনুশীলন করছে চট্টগ্রাম আবাহনী। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে দুর্দান্ত শুরু হয়েছে চট্টগ্রাম আবাহনীর। গতবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসকে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার স্বাগতিকরা মুখোমুখি হচ্ছে লাওসের ইয়াং এলিফ্যান্টসের। দ্বিতীয় এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথ সুগম করতে চাইছে আকাশি-হলুদরা।

তরুণ খেলোয়াড়দের নিয়ে ইয়াং এলিফ্যান্টস যে সহজেই তা হতে দিবে না, তা বুঝতে পারছেন চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক। কলকাতার ঐতিহ্যবাহী মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে লাওসের দলটি নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। মারুফ মনে করেন, ‘ওরা দ্রুতগতির ফুটবল খেলে থাকে। ওই অঞ্চলের মানুষের মধ্যে গতিটা সহজাত। আমাদের জন্য ম্যাচটি সহজ হবে না। তবে আমাদের চেষ্টা থাকবে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা।’

লাওসের দলে কোনো বিদেশি খেলোয়াড় নেই। স্থানীয় খেলোয়াড়দের নিয়েই তারা চট্টগ্রামের আসরে খেলতে এসেছে। প্রতিপক্ষের খেলা দেখে তাই অবাক স্বাগতিকদের কোচ, ‘কিছুটা অবাক হয়েছি ওদের খেলা দেখে। যেহেতু ওদের দলে কোনো বিদেশি নেই, তাই তাদের মধ্যে বন্ধনটা ভালো করার তাগিদটা বেশি। বিদেশি থাকাটা আমার চোখে এটা তাদের দুর্বলতা নয়।’

চট্টগ্রাম আবাহনীর চার গোলের পেছনে ফরেয়ার্ড আরিফুর রহমানের অবদান কম নয়। বাঁ প্রান্ত দিয়ে আতঙ্ক ছড়িয়েছেন। লাওসের ক্লাবের বিপক্ষেও এই ধারা অব্যাহত রাখতে চাইছেন তিনি, ‘আমি মাঠে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। প্রথম ম্যাচে তাই করেছি। গোল বানিয়ে দিয়েছি। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছি।’

স্বাগতিকদের হয়ে এখনও মাঠে নামা হয়নি ২০১০ সালে ঘানার হয়ে বিশ্বকাপ খেলা প্রিন্স ট্যাগোর।এই আসরে আদৌ তার খেলা হবে কিনা সংশয় আছে। ফিটনেস সেই মানের নেই। তবে দলে যারা আছেন তাদের প্রতি ভরসা রাখছেন মারুফ, ‘ট্যাগো দলে যোগ দিয়েছে বেশি দিন হয়নি। ওর ফিটসেন এখনও খেলার মতো হয়ে উঠেনি। আমার দলে অন্য বিদেশি আছে, তারা খারাপ নয়। তাদের নিয়ে লড়াই করতে পারবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ