X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দারুণ জয়ে ‘বঙ্গবন্ধু বিপিএল’ শুরু চট্টগ্রামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ১৭:০৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৭:২৩

দারুণ জয়ে ‘বঙ্গবন্ধু বিপিএল’ শুরু চট্টগ্রামের বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে শুরুতে আলো ছড়িয়েছেন মোহাম্মদ মিঠুন। দিনের প্রথম ম্যাচে ৪৮ বলে ৮৪ রানের সর্বোচ্চ ইনিংস খেললেও জয় পায়নি তার দল সিলেট থান্ডার। ৪ উইকেটে ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো সিলেট ৫ উইকেটে হেরে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। এমরিটের দল এক ওভার হাতে রেখে বিপিএলের বিশেষ সংস্করণ শুরু করেছে জয়ের হাসিতে।  

মিরপুর স্টেডিয়ামে সিলেটের ছুঁড়ে দেওয়া ১৬৩ রানের জবাবে চট্টগ্রাম শুরুতে বিপদেই পড়ে গিয়েছিল। ৬৪ রানে ৪ উইকেট পড়ে যায় চট্টগ্রামের। ইমরুল কায়েস এসে হাল ধরলে সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় তারা। ইমরুল এক প্রান্ত আগলে জয়ের ভিত গড়ে দিয়ে যান ৩৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে। পরে সেই মোমেন্টাম কাজে লাগিয়ে শেষ দিকে ঝড় তুলে খেলেছেন চ্যাডউইক ওয়ালটন। ৩০ বলে অপরাজিত ছিলেন ৪৯ রানে। তাতে ছিল ৩টি চার ও ২টি ছয়।  

এর আগে টস হেরে ব্যাট করা সিলেটের স্কোর সমৃদ্ধ করেছেন মূলত মিঠুন। জনসন চার্লস শুরুটা এনে দিয়েছিলেন ভালো। ২৩ বলে ৩৫ রান করে ফিরেছেন। তার বিদায়ের পর দ্রুত আরও এক ব্যাটসম্যান ফিরলে ৬১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে সিলেটের।

পরে মোসাদ্দেক হোসেনের সঙ্গে জুটি গড়ে মূল ভিত্তিটা দাঁড় করান মিঠুন। ঝড়ো ব্যাট করে একাই খেলতে থাকেন। ইনিংসে ৪টি চারের সঙ্গে ছিল ৫টি ছয়ের মার। অধিনায়ক মোসাদ্দেক ২৯ করে ফিরলেও আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকেন মিঠুন। ১৩তম ওভারে ৩টি ছয়ে তুলে নেন ২৪ রান। এমন ঝড়ো ব্যাটিংয়ে বিপিএলে নিজের সর্বোচ্চ স্কোরটও তুলে নেন তিনি। তাতে সিলেট ৪ উইকেট হারিয়ে করতে পারে ১৬২ রান। ম্যাচসেরা ইমরুল কায়েস।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী