X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘পাঁচ গজের একটা পাসই দিতে পারে না সালাহ’

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২০, ২২:৩০আপডেট : ২১ মার্চ ২০২০, ২২:৩৪

 লিভারপুল তারকা মোহামেদ সালাহ লিভারপুলের হয়ে সর্বোচ্চ ২০ গোল তার চলতি মৌসুমে। এই নিয়ে টানা তৃতীয়বার ২০ গোলের মাইলফলক ছুঁয়েছেন মোহামেদ সালাহ। তারপরও মিসরীয় ফুটবল তারকার সমালোচনা করতে ছাড়েন না অনেকে। এই যেমন লিভারপুলেরই সাবেক মিডফিল্ডার ডন হাচিনসন তার সমালোচনা করেছেন এই বলে যে সালাহর মৌলিক দক্ষতাতেই গড়বড় আছে।  মাত্র পাঁচ গজের একটা পাস তিনি ঠিকঠাক দিতে পারেন না!

৩০ বছরে প্রথম প্রিমিয়ার লিগ জয়ের দোড়গোড়ায় থাকা লিভারপুলের দুই ফরোয়ার্ড সাদিও মানে ও মোহামেদ সালাহকে ইএসপিএনে কথা বলেছে হাচিনসন। সালাহকেই তার বেশি পছন্দ। তিনি মনে করেন না মানের ট্রান্সফার ফি ১৪ কোটি পাউন্ড হওয়া উচিত, ‘মানের জন্য ১৪০ মিলিয়ন পাউন্ড আমি মানি না। কিছুতেই আমি এতে সম্মত হতে পারি না।’ সালাহকে হাচিনসনের পছন্দ তার গোল করার দক্ষতার কারণেই, কিন্তু সমস্যা হলো তার যে মৌলিক জ্ঞানই কম, ‘ তারা সমবয়সী। কিন্তু প্রতি সপ্তাহে সালাহই আমার চোখ টানে। সে যেভাবে গোল করে যাচ্ছে, বিস্ময়কর! এই কৃতিত্ব আপনি তার কাছ থেকে কেড়ে নিতে পারেন না। জাদুকরী সব কাজ করে সে, কিন্তু বেশির ভাগ মৌলিক বিষয়ে সে এত বাজে যে অবাক লাগে।’

হাচিনসন পরিষ্কার করেই বলেছেন, ‘ পাঁচ গজের একটা পাসই সে (সালাহ) দিতে পারে না। সে যেদিকেই খেলুক না কেন প্রতিপক্ষের সবাইকে নাটমেগ (দুই পায়ের ফাঁক গলিয়ে বল নেওয়া) করে এগোতে চায়।  সে যদি ডানপ্রান্ত থেকে বাঁদিকে আসতে চায় প্রতিপক্ষ খেলোয়াড়ের শরীর ভেদ করে বল দিতে চায় স্ট্রাইকারকে। এটা তো কখনও হয় না।’

হাচিনসনের ধারণা, এভাবেই সালাহকে শেখাচ্ছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। কিন্তু মৌলিক কাজটা খুব বাজেভাবে করেন সালাহ।

এরপরও লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার চান সালাহ-মানে দুজনকেই রেখে দেওয়া উচিত অলরেডদের। কিন্তু যদি একজনকে বেচে নতুন একজনকে আনতে হয়, কী বলবেন হাচিনসন? উত্তরটা সাজানোই আছে তার মুখে, সালাহকে বেচে আনতে হবে বরুসিয়া ডর্টমুন্ডের জ্যাডেন সাঞ্চোকে!

 

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী