X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বেতন কাটা যেতে পারে রুট-স্টোকসদের

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১১:০০আপডেট : ৩০ মার্চ ২০২০, ১১:২১

বেতন কাটা যেতে পারে রুট-স্টোকসদের করোনাভাইরাসের মহামারিতে সব কিছুই এখন স্থবির। আয়ের সুযোগ না থাকায় ক্রীড়াক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। ফলে খেলোয়াড় ও স্টাফদের বেতন কর্তণ করে ক্ষতি কমানোর চেষ্টা করছে অনেকেই। ইংলিশ ক্রিকেটারদের ভাগ্যেও ঘটতে যাচ্ছে তেমন কিছু।

দ্য টাইমসের খবর, পরিস্থিতির উন্নতি না হলে কীভাবে ব্যয় কমানো যায় তার দিকেই মনোযোগী হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রয়টার্সের জানাচ্ছে, এখন পর্যন্ত এই ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬২ হাজার ৭০০ জনের বেশি মানুষ। মারা গেছেন ৩০ হাজার ৭৫১জন। যে কারণে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরই স্থগিত হয়ে গেছে। এমনকি ইংল্যান্ডে পেশাদার ক্রিকেটও বন্ধ থাকছে মে পর্যন্ত।

পরিস্থিতি যেমন, তাতে আসন্ন সিরিজগুলিও এখন হুমকির মুখে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে হোম টেস্ট সিরিজ আছে। আবার জুনে অস্ট্রেলিয়ার সঙ্গে আছে সীমিত ওভারের সিরিজ। সবগুলোই এখন স্থগিত, না হয় বাতিল হওয়ার আশঙ্কায়। তেমনটি হলে আরও রাজস্ব হারানোর মুখে পড়তে হবে ইসিবিকে। তাই ইসিবি বাধ্য হয়েই বিকল্পের দিকে ঝুঁকছে। বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা বিকল্প খুঁজছি, কীভাবে আমাদের ব্যয় কমিয়ে আনা যায়। আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা খেলোয়াড়দের মাধ্যমেই সেটা করতে হবে। তবে সবাইকে এই মুহূর্তে এগিয়ে আসতে হবে। আমরা আশা করবো, খেলোয়াড়েরা বৃহৎ চিত্রটা বুঝতে পারবে।’

গত বছর কেন্দ্রীয় চুক্তিকে ১০জনকে টেস্টে চুক্তিবদ্ধ করে ইসিবি, সংক্ষিপ্ত সংস্করণে চুক্তির আওতায় আনা হয় ১২জনকে। টাইমস জানাচ্ছে, তিন মাসের শাটডাউনে বেতন কাটা হলে, জো রুট-বেন স্টোকস-জস বাটলারের প্রায় ২ লাখ পাউন্ডের মতো কাটা যাবে। যারা তিন সংস্করণেই চুক্তিবদ্ধ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী