X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দেওয়া ১০ লাখ টাকা পেলেন সান্ত্বনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ২২:০৭আপডেট : ১৬ জুলাই ২০২০, ২২:১৮

সান্ত্বনাকে চেক তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। গণমাধ্যমে পারিবারিক দুরাবস্থার কথা জেনে দেশসেরা তায়কোয়ানদো খেলোয়াড় সান্ত্বনা রানী রায়কে ১০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ১০ লাখ টাকার চেক সান্ত্বনার হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।

সান্ত্বনার ভাই ও মা দুজনেই অসুস্থ। তার ওপর দরিদ্র পরিবারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। তাই এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞতা ঝরলো সান্ত্বনার মুখ থেকে, ‘আমি খুবই আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী আমার বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছেন। গত মার্চ মাসে আমার পারিবারিক সমস্যার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমে জানতে পারেন। তিনি রাসেল স্যারকে আমার বিষয়ে খোঁজ খবর নিতে বললে তিনি আমাকে ফোন করেন এবং তার সচিবালয়ের দপ্তরে আমাকে ডেকে নেন।পরবর্তীতে রাসেল স্যার আমার দুরাবস্থার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে জানান। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

চেক প্রদানের সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি সবসময় আমাদের অসহায় ক্রীড়াবিদদের সহযোগিতা করে থাকেন। খেলাধুলার উন্নয়নে আমরা যখনই যা চেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী তা আমাদের দিয়েছেন।’

তিনি আরও যোগ করেছেন, ‘অতি সম্প্রতি তিনি করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সহায়তা করতে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা অচিরেই এ অর্থ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।’

সান্তনা ২০১১ সালে প্রথম ঢাকায় অংশ নেন জাতীয় আইটিএফ তায়কোয়নদো চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতায় পান রৌপ্য পদক। সেই থেকে তার উত্থান। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঁচটি প্রতিযোগিতায় স্বর্ণ জিতে নিজেকে সেরা প্রমাণ করেছেন। এছাড়া ২০১৭ সালে উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত বিশতম বিশ্ব তায়কোয়নদো প্রতিযোগিতায় অংশ নিয়ে জেতেন ব্রোঞ্জ পদক ।

২০১৮ থেকে হওয়া অন্য প্রতিযোগিতাতেও তার সাফল্য ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত ৫টি ঘরোয়া প্রতিযোগিতা ও দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫টি স্বর্ণ এবং একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড