X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আইসিসির কাছে আর্থিক সহায়তা চেয়েছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২০, ১২:৫৭আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৩:০১

আইসিসির কাছে আর্থিক সহায়তা চেয়েছে আফগানিস্তান করোনাভাইরাস বিপদেই ফেলে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি)। বেশ কিছু সিরিজ ও ইভেন্ট স্থগিত হওয়ায় আর্থিক টানাপোড়েনে পড়ে গেছে এসিবি। ফলে নিরুপায় হয়ে আইসিসির দ্বারস্থ হয়েছে তারা। বোর্ডের কাজকর্ম যাতে স্বাভাবিকভাবে চালানো যায়, সেজন্য আইসিসির কাছে ১০ লাখ ডলার আর্থিক সহায়তা চেয়েছে এসিবি।

পরিস্থিতি এমনটা যে হবে তার আভাস আগেই দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তিনি আবার আইসিসির অর্থ ও বাণিজ্য বিষয়ক কমিটিরও প্রধান।

বার্ষিকভাবে আইসিসির কাছ থেকে এসিবি একটা অর্থ পায় ঠিকই। কিন্তু করোনাকালে অতদিন অপেক্ষায় থাকার মতো অবস্থা বোর্ডটির নেই। কারণ গত বছরই বড় স্পনসর আলোকোজেই গ্রুপ চুক্তি বাতিল করেছে এসিবির সাথে। পরিস্থিতিটা আরও জটিল  করেছে ভারতীয় ফার্ম টাইকা। তারা দুই বছর মেয়াদী অ্যাপারেল স্পন্সর বাতিল করেছে করোনার কারণে। অথচ চুক্তিটি এই বছর পর্যন্তই বহাল থাকার কথা ছিল।

নতুন আর্থিক কাঠামো অনুসারে আইসিসির কাছ থেকে ২০১৬-২৩ চক্রে ৪০ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল এসিবির। অবশ্য এই পরিমাণ নির্ধারিত হয়েছিল আইসিসির প্রত্যাশিত আয়ের ভিত্তিতে। যার পরিমাণ ছিল ২.৭ বিলিয়ন ডলার। কিন্তু আয় কমে যাওয়ায় রাজস্বও কমে যাচ্ছে এসিবির। এই বছরের জানুয়ারিতে বণ্টনকৃত অর্থ থেকে এসিবি পেয়েছে ২.৪ মিলিয়ন ডলার।

এই পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রধান নির্বাহী নাজিম ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা আইসিসির কাছ থেকে ১০ লাখ ডলার অনুদানের জন্য আবেদন করেছি। যাতে এসিবির কাজকর্ম মসৃণভাবে চলে।’

এসিবির সভাপতি ফারহান ইউসেফজাইও স্বীকার করেছেন আর্থিক অনুদানের বিষয়টি। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ‘আমরা আর্থিক সহায়তার জন্য আইসিসির কাছে অনুরোধ করেছি। আশা করছি, এই সহায়তা আমাদের কাজকর্ম আরও কার্যকর ও দক্ষতার সাথে প্রসারণে ভূমিকা রাখবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ