X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

লাইন জাজকে আঘাত করে ডিসকোয়ালিফাইড জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৮

বল দিয়ে আঘাতের পর লাইন জাজের কাছে ছুটে যান জোকোভিচ। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নোভাক জোকোভিচের। করোনায় প্রীতি টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার তো অনিচ্ছাকৃত এক কাণ্ড করে বসলেন ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে। বল দিয়ে লাইন জাজকে আঘাত করায় তাকে ডিসকোয়ালিফাইড করেছেন টুর্নামেন্ট রেফারি।

এদিন তার প্রতিপক্ষ ছিলেন স্প্যানিশ পাবলো কারেনো বুস্তা। টুর্নামেন্ট ফেভারিট জোকোভিচ অবশ্য শুরুতেই চাপের মধ্যে ছিলেন। ৬-৫ গেমে পিছিয়ে পড়ার পরই কিছুটা হতাশাগ্রস্ত দেখা যায় তাকে। তখন পকেট থেকে একটি বল বের করেই সজোরে সেটিকে পেছনের দিকে মেরে বসেন। জোকোভিচ অবশ্য পেছনে না দেখেই কাণ্ডটি করে ফেলেছিলেন।

এর ফলে বয়স্ক সেই লাইন জাজ গলায় মারাত্মকভাবেই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। কারণ আঘাতের পর পর সেই জাজকে বসে পড়তে দেখা যায়। জোকোভিচ অবশ্য দৌড়ে তার কাছে ছুটে গিয়েছিলেন এবং ক্ষমাও চেয়েছিলেন।

তবে এতেও লাভ হয়নি। কারণ আইন ভঙ্গ করেছেন সার্বিয়ান এই তারকা। অনেকক্ষণ অফিসিয়ালদের সঙ্গে আলোচনার পরেই তারা জানিয়ে দেন, আইন ভাঙায় নোভাক জোকোভিচ ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন টুর্নামেন্ট থেকে।

ঠিক কী কারণে নোভাক জোকোভিচ টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাইড? তার ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন। গ্র্যান্ড স্লামের রুলবুক অনুযায়ী কোনোভাবেই কোর্টের অভ্যন্তরে তিনি কাউকে বল দিয়ে আঘাত করতে পারেন না। ফলে এমন কাণ্ডের পরিণতিকে পুরোপুরি অবহেলা করে বিপজ্জনক বা বেপরোয়াভাবে বলে আঘাত করায় টুর্নামেন্ট রেফারি তাকে ইউএস ওপেন থেকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেছেন বলে বিবৃবিতে জানানো হয়।

শাস্তিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না জোকোভিচের। এর ফলে টুর্নামেন্ট ফেভারিট এখন পর্যন্ত যে কয়টি র‌্যাঙ্কিং পয়েন্ট অর্জন করেছিলেন, তার সবই হারাবেন। একই সঙ্গে জরিমানারও মুখোমুখি হবেন। যা কেটে নেওয়া হবে তার প্রাইজ মানি থেকে!

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি