X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পেসারদের পারফরম্যান্সে খুশি নির্বাচকেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২১:০২আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:১১

মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার, ক্রিকেটের দুই নির্বাচক করোনার প্রভাবে দীর্ঘদিন ম্যাচের বাইরে ছিলেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ফেরাতেই বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে ৫০ ওভারের এই চলমান টুর্নামেন্টের আয়োজন। এই টুর্নামেন্টে ব্যাটসম্যানরা খুব ভালো না করলেও বোলারদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। বিশেষ করে পেসারদের পারফরম্যান্স। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন পেসারদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত।

শেষ হওয়া চার ম্যাচে পেসারদের পারফরম্যান্স অনেক উজ্জ্বল। ৮০ উইকেটের মধ্যে ৪২টিই নিয়েছেন পেসারররা। পেসারদের প্রশংসা করে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘গত কয়েকদিন ধরে আমাদের পেসাররা বেশ ভালো ফিটনেসের ছাপ রেখেছে। তাদের যে স্কিলেও উন্নতি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ধারাবাহিকভাবে যথেষ্ট ভালো। আমি মনে করি এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এই উন্নতিটা ধরে রাখতে পারলে দেশে ও দেশের বাইরে আমাদের জন্য ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে।’

পেসারদের পারফরম্যান্স নিয়ে মিনহাজুল আরও বলেছেন, ‘সবাই ভালো করছে। এখানে নির্দিষ্ট করে একজনের নাম বলা যায় না। সবাই ভালো করছে, এটা আমাদের জন্য ইতিবাচক। আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে ইনজুরির পরিমাণ অনেক বেশি হয়, ব্যাক টু ব্যাক দুটি টেস্ট ম্যাচ খেলানোর জন্য পেসার পাওয়া যায় না। যেহেতু ফিটনেসের ভালো অবস্থা দেখছি পেসারদের, তাদের পারফরম্যান্সও ভালো। এটা ধারাবাহিক থাকলে আমাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট ভালো হবে।’

এদিকে ব্যাটিংয়ে মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান পেলেও ব্যর্থ হচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। যদিও প্রধান নির্বাচক আশা করছেন সামনের ম্যাচগুলোতে টপ অর্ডার ব্যাটসম্যানরা রানে ফিরবেন, ‘টপ অর্ডার যারা ব্যর্থ হচ্ছে আগামীতে আরও কয়েকটা ম্যাচ আছে সেখানে সুযোগ আছে। কন্ডিশনও এখন ভালো। মাঝখানে বৃষ্টি ছিল, উইকেটে ময়েশ্চার ছিল, পেস বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে, টাইমিং করা একটু কঠিন ছিল ব্যাটসম্যানদের জন্য। এখন এটা কাটিয়ে উঠেছে, আজকেও দেখলাম ফ্ল্যাট উইকেট। আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে আরও ভালো করবে।’

৫০ ওভারের ম্যাচের পর নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে টি- টোয়েন্টি টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের দল নির্বাচন নিয়ে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘এটা এখনও নিশ্চিত হয়নি। এটার কোন আপডেট এখনই দিতে পারবো না। আমাদের করণীয় যা থাকবে তা করবো। এখানে তিনটা দলের জন্য বাছাই করেছি তখন ৫ টা দল নির্বাচন করবো। এটা এখনই কিছু বলতে পারছি না, সময়ের ব্যাপার আছে। আমরা প্রস্তুত করে রেখেছি, আমাদের যখন বলবে তখন দেবো।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ