X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

১০ জনের দলে পরিণত হয়েও বার্সার ৫ গোল!

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২০, ১০:৪৬আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১০:৫৭

প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি বার্সা। চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিনে আলো ছড়িয়েছে বার্সেলোনা। ‘জি’ গ্রুপে ফেরেংকভারোসকে তারা উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। স্কোর শিটে নাম তুলেছেন লিওনেল মেসি, আনসু ফাতি, ফিলিপে কুতিনহো, পেদ্রি ও উসমান দেম্বেলে।

শুরুর একাদশে কিছুটা পরিবর্তন এনেছিলেন রোন্যাল্ড কোম্যান। মৌসুমে প্রথমবারের মতো জায়গা পান ত্রিনকাও ও পিয়ানিচ। বেঞ্চে বসে থাকতে হয় আন্তোয়ান গ্রিজমানকে। এর পরেও সর্বশেষ গেতাফের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের মতো অগোছালো দেখাচ্ছিল কাতালানদের। সেই সুযোগে প্রথম সুযোগটি তৈরি করে হাঙ্গেরিয়ান ক্লাবটিই। তবে ইসায়েলের শট গিয়ে লেগেছে ক্রসবারে। তাদের সব চেষ্টা বিফলে যায় যখন আদনার কোভাসেভিচ ফাউল করে বসেন মেসিকে। বিপজ্জনক অঞ্চলে তাকে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সা। ২৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি।

ফেরেংকভারোস গোলকিপার অবশ্য এ গোলের পর বেশ কিছু সেভ করে হতাশ করেছেন মেসিদের। কিন্তু শুরুর দিকে অস্বস্তিতে ভোগা বার্সা ছন্দ ফিরে পায় বিরতির আগে। ডি ইয়ংয়ের সাথে ওয়ান-টুর সমন্বয়ে জালে বল পাঠিয়ে স্কোর ২-০ করেন আনসু ফাতি।

স্বাগতিক হিসেবে ধীরে ধীরে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সাই। দ্বিতীয়ার্ধের শুরুতে মেসি, ফাতি ও কুতিনহোর অসাধারণ পাসিং ফুটবলে স্কোর হয় ৩-০। গোলটি করেছেন কুতিনহো। ঘণ্টা পার হলে ত্রিনকাও, রবের্তো ও ফাতির বদলি হিসেবে পরে নামানো হয় দেম্বেলে, ফিরপো ও পেদ্রিকে। এর ফলও মেলে শেষ দিকে।

তবে আক্রমণে ধার বাড়ানো বার্সা ভুল করে বসে ৭০ মিনিটে। জেরার্ড পিকে ফাউল করলে পেনাল্টি পায় ফেরেংকভারোস। একটি গোল হজম করার সঙ্গে ১০ জনের দলেও পরিণত হতে হয় স্বাগতিকদের। তাতে প্রতিপক্ষ কিছুটা অক্সিজেন পেলেও কোম্যান রক্ষণাত্মক কৌশলের পথে হাঁটেন এর পর। ডিফেন্সিভ বদলি হিসেবে নামান আরোহো ও বুসকেৎজকে।

ফেরেংকভারোসের ফেরার সব আশা শেষ হয়ে পেদ্রির গোলে স্কোর ৪-১ করার পর। গোলটি বানিয়ে দিতে ভূমিকা ছিল বদলি নামা দেম্বেলের। শেষ গোলটি ছিল মেসির বানিয়ে দেওয়া। একটি ডিফেন্ডারকে কাটিয়ে তার দেওয়া পাস থেকেই গোলটি করেছেন দেম্বেলে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?