X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি আবারও পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৭:৪১আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৭:৪৭

বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি আবারও পেছালো এক দফা পিছিয়ে বঙ্গবন্ধু অনূর্ধ-২১ জুনিয়র এশিয়া কাপ হকি আগামী ২১ থেকে ৩০ জানুয়ারি হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে আরও একবার পিছিয়ে দেওয়া হলো এই প্রতিযোগিতা। নতুন সূচি অনুযায়ী আগামী মে কিংবা জুনে তা আয়োজন করতে চাইছে হকি ফেডারেশন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ঢাকার মাঠে অনুষ্ঠেয় প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

এ নিয়ে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ই্উসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইউরোপের করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এখন আমাদের এখানে ডিসেম্বর-জানুয়ারিতে কী হয় তা বলা কঠিন। আমরা তাই আগে থেকেই সাবধানতা অবলম্বন করছি। আমাদের সভাপতি এরইমধ্যে কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে। এখন আমরা আগামী জুনে এই প্রতিযোগিতা আয়োজন করতে চাই। তবে এশিয়ান হকি ফেডারেশন হয়তো মে মাসে তা আয়োজন করতে বলতে পারে।’

বর্তমানে চলা হকি দলের প্রশিক্ষণও কিছুদিন পর বন্ধ হয়ে যাবে। জুনিয়র হকি পেছালেও এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি মার্চেই হবে। মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আপাতত কিছুদিন অনুশীলনের পর জুনিয়র দলের ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সুবিধাজনক সময়ে তা আবারও শুরু করা যাবে। এখন নতুন করে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এছাড়া আমরা লিগ যাতে টার্ফে গড়ায় সেই চেষ্টা করছি। আশা করছি খেলোয়াড়দের আর বসে থাকতে হবে না।’ আপাতত বন্ধ হকির অনুশীলন

বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি পিছিয়ে গেলেও আগেই করা গ্রুপিং অনুযায়ী তা হবে। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে খেলবে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। এখন নতুন করে খেলার সূচি করতে হবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে মুখোমুখি হবে। সেমিফাইনাল জয়ী দুই দল খেলবে ফাইনালে। এ ছাড়া থাকবে স্থান নির্ধারণী ম্যাচও।

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা