X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সবদিক দিয়েই এটি অসাধারণ জয়: মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:০৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:০৬

জেমকন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ                                     -বিসিবি শক্তিশালী দল গড়েও ঠিক মনের মতো পারফরম্যান্স হচ্ছিল না জেমকন খুলনার। কিন্তু শুক্রবার আগের চার ম্যাচের পারফরম্যান্সে ভুলিয়ে দিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত দেখা গেল খুলনাকে। তাই তো ফরচুন বরিশালের বিপক্ষে ৪৮ রানের জয়টাকে সবদিক দিয়েই অসাধারণ বললেন মাহমুদউল্লাহ। শুক্রবার ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে জেমকন খুলনা অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করে সবদিক দিয়েই এটি একটি অসাধারণ জয়। ব্যাটসম্যান এবং বোলাররা উভয়ই অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে। পুরো পারফরম্যান্সে দলীয় সমন্বয় খুব ভালো ছিল। এটা দেখে খুবই সন্তুষ্ট আমি।’

টুর্নামেন্টে প্রথম সুযোগ পেয়েই সেটি কাজে লাগিয়েছেন জাকির হাসান। শুক্রবার বরিশালের বিপক্ষে নিয়মিত ওপেনার এনামুলকে বিশ্রাম দিয়ে তরুণ এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। সুযোগটা দুই হাতে লুফে নিয়েছেন জাকির, ৪২ বলে ৬৩ রানের দারুণ একটা ইনিংস খেলে ম্যাচ সেরারা পুরস্কারই জিতে নিয়েছেন।

জাকিরের এমন পারফরম্যান্সে ভীষণ খুশি মাহমুদউল্লাহ, ‘আমাদের পরিকল্পনা ছিল প্রথম দুই ওভার দেখে খেলা। শেষ কয়েকদিন ধরে সে (জাকির) নেটে খুব ভালো ব্যাটিং করছিল। তো আমি চিন্তা করলাম এনামুলকে একটু বিশ্রাম দিই, যাতে সে পুরোনো ফর্মে ফিরে আসতে পারে। জাকির সেই সুযোগটাই নিয়েছে এবং দুর্দান্ত একটি ইনিংস খেলেছে এই ধরনের পরিবেশে। ’ দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসকে সঙ্গী করে ৯০ রানের জুটি গড়েছেন জাকির। ইমরুল ৩৪ বলে ২ চার ও ১ ছক্কায় করেছেন ৩৭ রান।

এই জুটিটাই শেষে আক্রমণাত্মক খেলতে সুবিধা করে দিয়েছে বলে মনে করেন খুলনার অধিনায়ক, ‘আমি মনে করি ইমরুলের অভিজ্ঞতা আমাদের বাড়তি পাওয়া। এই (ইমরুল-জাকির) পার্টনারশিপে সে খুব ভালো স্ট্রাইক রোটেট করে খেলেছে। তাই জাকির হাত খুলে খেলতে পেরেছে। আমাদের জন্য এটা খুব ভালো একটা পার্টনারশিপ ছিল। যে জন্য আমরা শেষদিকে উইকেট হাতে রেখে বড় শট খেলার সুবিধাটা নিতে পেরেছি।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী