আগামী ২২ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত ঘরোয়া ফুটবল। মৌসুম শুরুর এই প্রতিযোগিতায় চার গ্রুপে অংশ নিচ্ছে ১৩টি ক্লাব। এরই মধ্যে প্রতিযোগিতার গ্রুপিং ও ড্র হয়ে গেছে। এবার খেলার সূচিও তৈরি।
উদ্বোধনী দিনে রয়েছে একটিই মাত্র ম্যাচ। ‘সি’ গ্রুপের সেই ম্যাচে বিকেল সাড়ে ৫ টায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে রহমতগঞ্জের। এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং একই গ্রুপ থাকায় তাদের ম্যাচ হবে দুইদিন পর অর্থাৎ ২৪ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টায়। ৩০ ডিসেম্বর শেষ হবে গ্রুপ পর্ব। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে ১ থেকে ৪ জানুয়ারি হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। বিজয়ী চার দল সেমিফাইনালে মুখোমুখি হবে ৬ ও ৭ জানুয়ারি। ৯ জানুয়ারি প্রত্যাশিত ফাইনাল। সবগুলো ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।