X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

মঙ্গলবারই ফাইনাল নিশ্চিত করতে চায় ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৭:০৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৭:০৬

অনুশীলনে সাঙ্গাকারার সঙ্গে ব্যাটিং নিয়ে পরামর্শ করছেন মোসাদ্দেক গত আসরে এলিমিনেটরে খেলেও ফাইনালে উঠতে পারেনি ঢাকা ডায়নামাইটস। এবার তাদের সামনে সুযোগ একবারে ফাইনালে ওঠার। মঙ্গলবার সেই লক্ষ্য নিয়ে খুলনা টাইটানসকে মোকাবিলা করতে চায় তারা।সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে সেরা চারে সুযোগ করে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। কাল মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ খুলনা টাইটানস। ম্যাচটি জিতে সরাসারি ফাইনালের টিকিট কাটতে চায় রাজধানীর দলটি। কোনও মতেই দ্বিতীয় সুযোগ নিতে চায় না তারা।

সোমবার অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকার তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, ‘এর আগেরবার আমরা এলিমিনেটর রাউন্ড খেলেছি। তখন আমাদের সামনে দুটি পথ ছিল। তখন আমাদের দুটি ম্যাচ জিতেই ফাইনালে যেতে হতো। কিন্তু আমরা পারিনি। এই বছর যেহেতু আমরা এক নম্বরে থেকে সেমিফাইনালে উঠেছি, তাই আমাদের পরিকল্পনা থাকবে প্রথম ম্যাচটাই জেতা। দ্বিতীয় কোনও সুযোগ আমরা নিতে চাই না। আমাদের ভাবনায় কালকের (মঙ্গলবার) ম্যাচ জয়।’

ঢাকার হয়ে ১২ ম্যাচ খেলে ২৫৯ রান সংগ্রহ করেছেন মোসাদ্দেক। নিজের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আসলে ওভাবে ব্যাটিং করার সুযোগ হয়ে উঠছে না। দেখা যায় ব্যাটিংয়ে নামলে চার পাঁচ ওভার থাকে। কোনও দিন দশ ওভার থাকে, কোনও দিন হয়তো দুই তিন ওভার থাকে। আসলে পরিস্থিতি যেমন থাকে সেভাবেই ব্যাটিং করার পরিকল্পনা করি।’

খুলনার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোকে খেলায়নি ঢাকা। মূল ম্যাচের আগে তাদের বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল ঢাকার টিম ম্যানেজমেন্ট। মোসাদ্দেকও জানালেন আর কোনও পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা নেই, ‘আসলে পরীক্ষা-নিরীক্ষার দিন শেষ হয়ে গেছে। এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মঙ্গলবার যারা জিতবে তারাই ফাইনালে যাবে। সেক্ষেত্রে ভিন্ন কোনও কিছু চিন্তা করার অবকাশ নেই। এখন আমাদের লক্ষ্য খুলনার সঙ্গে জেতা।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!