X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘আইডল’ গেইলের শট অনুকরণ করেন না জাজাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫৯

হযরতউল্লাহ জাজাই অদম্য হযরতউল্লাহ জাজাই। আফগানিস্তান প্রিমিয়ার লিগের পর বাংলাদেশেও মাঠ মাতাচ্ছেন তিনি। ক্রিস গেইল যার ‘আইডল’, তার জন্য বেশ উপভোগ্য হয়ে উঠছে ২০ ওভারের ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের টানা দ্বিতীয় জয়ে দুটি হাফসেঞ্চুরিতে সেই অনুভূতির কথা জানালেন আফগান ব্যাটসম্যান।

গত অক্টোবরে শারজায় নিজের ‘আইডল’ গেইলের বালখ লিজেন্ডসের বিপক্ষে কাবুল জওয়ানের হয়ে ঐতিহাসিক এক ইনিংস খেলেন জাজাই। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে এক ওভারের ছয় ছক্কা হাঁকান তিনি। দারুণ এই কীর্তি গড়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যানের সঙ্গে ছবি তুলে দিনটি স্মরণীয় করে রেখেছিলেন এই তরুণ ক্রিকেটার। ১৭ বলে তার ৬২ রানের ইনিংস শেষে বলেছিলেন, ‘আমার আইডলের (গেইল) সামনে পারফর্ম করাটা একেবারে অন্যরকম একটা মুহূর্ত। আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি, কাউকে ম্লান করে দিতে নয়।’

এবার দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছেড়ে বাংলাদেশে জাজাই। এখানেও উজ্জ্বল পারফরম্যান্সের স্বাক্ষর রেখে চলেছেন ঢাকার হয়ে। আগামী শুক্রবারই হয়তো মুখোমুখি হবেন তার আইডলের। এবার রংপুর রাইডার্সের হয়ে খেলছেন গেইল। জাজাই আগেভাগেই হয়তো তাকে সতর্ক করে দিলেন দুটি বিস্ফোরক ইনিংস খেলে।

মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে ১০৫ রানের জয়ের পর ক্যারিবিয়ান তারকাকে নিয়ে প্রশ্ন শুনতে হলো জাজাইকে। তাকে অনুসরণ করেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমি তাকে শুধু পছন্দ করি, তার শট অনুকরণ করি না। আমি শুধু আমার মতো করে খেলি। এটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে।’

রাজশাহী কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ৪১ বলে ৭ ছয়ে ৭৮ রান করেন জাজাই। খুলনার বিপক্ষে ৫ ছয় ও ৩ চারে ৫৭ রান করলেন ৩৬ বলে। সবশেষ ম্যাচ নিয়ে আফগান ব্যাটসম্যান বলেন, ‘আজ ছিল ভিন্ন রকম একটা দিন। ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো ছিল। কিন্তু বল নিচু হয়ে আসায় মাঝেমধ্যে কঠিন হয়ে উঠছিল। যখন ফর্ম ভালো যায়, তখন দলের জন্য সেরাটা করার চেষ্টা থাকে। আমি উপভোগ করছি, ভালো লাগছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ