X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে আসছেন না মরগান!

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৫

বাংলাদেশ সফরে আসছেন না মরগান! শুরু থেকেই বাংলাদেশ সফরে আসা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। এবার নিশ্চিতভাবেই এই সফর থেকে নিজেকে সরিয়ে নিতে যাচ্ছেন বলে আভাস দিয়েছেন তিনি। ক্রিকইনফোকে মরগান জানিয়েছেন এই অঞ্চলে অতীতের দুটি ঘটনা ভাবাচ্ছে মরগানকে। একটি ঘটনা ২০১০ সালের। তখন বেঙ্গালুরুতে আইপিএল-এ খেলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আরেকটি ঘটনা ঘটেছিল বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলার সময়। তখনকার রাজনৈতিক অস্থিরতাই তাকে ভাবাচ্ছে এই পরিস্থিতে ফের না যেতে। মরগান বলেছেন, ‘বেঙ্গালুরুতে আইপিএল ম্যাচ খেলার সময় বাইরে বোমা বিস্ফোরণ হয়েছিল। তখন দ্রুত বিমানবন্দরে চলে যাই। আবার বাংলাদেশে যখন খেলতে আসি তখন নির্বাচনি সহিংসতা ছিল ভয়াবহ।’

এরকম পরিস্থিতিতে মরগান যে আসতে চাচ্ছেন না তা নিজের মুখেই বলেছেন তিনি, ‘আমি এসব জায়গাতে আগেও গিয়েছি। এরকম পরিস্থিতি আমাকে বিক্ষিপ্ত করে দিয়েছিল। তখন নিজেকেই বলেছি এরকম পরিস্থিতিতে আর নিজেকে ফেলতে চাই না।’

সফর নিয়ে বাকিদের নেতিবাচক চিন্তার কথাও বলেছেন মরগান, ‘এখানে খুব বেশি প্রত্যাশা রাখা ঠিক হবে না। কারণ অনেকেই আছে যারা এরকম পরিস্থিতে প্রথমবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।’

বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিতে আগামী শনিবার পর্যন্ত সময় পাচ্ছে ইংলিশ ক্রিকেটাররা।  ইতোমধ্যেই ইংল্যান্ডের টিম ডিরেক্টার অ্যান্ড্রু স্ট্রস সব ক্রিকেটারকে সফরে আসার আহ্বান জানিয়েছেন।  শনিবারের পরই স্কোয়াড ঘোষণা করবে ইসিবি।

উল্লেখ্য, বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই বাংলাদেশে সফর করার আগের সিদ্ধান্তে অটল থাকে। এই সফরে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ তিনটি ওয়ানডে ছাড়াও দুটি টেস্ট ম্যাচ খেলবে। নিরাপত্তা প্রতিনিধির দেওয়া রিপোর্টের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইলিংশ ক্রিকেটারদের মতামতকে প্রাধান্য দেবে বলে ঘোষণা করে।  সেই প্রেক্ষিতে এয়োইন মরগান এমন সিদ্ধান্তের কথা জানায়।

/এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো