X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সিরিজ জিতেই আনন্দ করতে চায় আফগানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৩

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেই আনন্দ করতে চায় আফগানরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুই উইকেটের জয় পেয়েছে সফরকারীরা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। শনিবার অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ওই ম্যাচটি জিতেই আনন্দ করতে চায় আফগানিস্তান।

মোহাম্মদ নবী বুধবার ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে আসেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। সেখানেই তিনি এক প্রকার ঘোষণাই দিলেন সিরিজ জয়ের। বড় দলগুলোর বিপক্ষে ছোট দলগুলো জয় পেলে স্বাভাবিকভাবেই উল্লাসটা একটু বেশিই থাকে। কিন্তু আফগানিস্তানের সেই উল্লাস দেখা যায়নি। যেন জয়টা প্রত্যাশিতই ছিলো।

সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠতেই একগাল হেসে মোহাম্মদ নবী উত্তর দিলেন, ‘সিরিজ জিতেই আমরা সেলিব্রেশন করবো।’

৬৩ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর আফগান ইনিংসের হাল ধরেন মোহাম্মদ নবী ও অধিনায়ক আজগর স্টানিকজাই। পঞ্চম উইকেটে এই দুজন মিলে ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তাদের ইনিংসের উপর ভিত্তি করেই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় আফগানিস্তান। নিজেদের পরিকল্পনার বিষয়ে মোহাম্মদ নবী বলেন, ‘উইকেটটা ব্যাটিং করার জন্য আদর্শ ছিলো না। চার উইকেট পড়ে যাওয়ার পর আমাদের পরিকল্পনা ছিলো ৪০ ওভার পর্যন্ত টিকে থাকা। বাউন্ডারির প্রত্যাশা না করে সিঙ্গেল ও ডাবলের উপরেই খেলা। চাচ্ছিলাম শেষ পর্যন্ত খেলে বড় জুটি গড়তে।’

বাংলাদেশের বিপক্ষে এমন জয়ে দলের সবার কৃতিত্ব দিলেন নবী, ‘পুরো দলের সম্মিলিত চেষ্টাতে এই জয় পেয়েছি। আইসিসির সহযোগী সদস্য হিসেবে আমরা দিন দিন উন্নতি করছি। এই জয় আফগানিস্তানের সব মানুষকে আনন্দিত করবে। তারা প্রত্যেকেই আফগানিস্তানের জয় দেখতে উদগ্রিব থাকে।’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুগিয়েছে আফগান লেগ স্পিনার রশিদ খান। বুধবার তিনি ৩৫ রান খরচ করে নিয়েছেন ৩টি উইকেট। তার প্রশংসা করতে গিয়ে আফগান এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের দলের তরুণ একজন প্রতিভাধর ক্রিকেটার রশিদ খান। বোলার হিসেবে সে দুর্দান্ত।’

প্রথম ম্যাচের হারটি কোনওভাবেই মেনে নিতে পারছে না আফগানিস্তান। নিশ্চিত জয়টি হাতছাড়া হওয়ায় হতাশ মোহাম্মদ নবী, ‘প্রথম ম্যাচে নিশ্চিত একটি জয় হাতছাড়া করেছি। তাসকিন আমাকে এবং ক্যাপ্টেনকে (আজগর স্টানিকজাই) দ্রুত ফিরিয়ে ম্যাচ বের করে নেয়। ওটাই ছিলো ম্যাচের টার্নিং পয়েন্ট। তাসকিন সত্যিই অসাধারণ বোলিং করেছিলো।’

/আরআই/এএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী