X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

ইংলিশদের মাটিতে নামিয়ে সমতায় টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ১৯:০১আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২২:০৮

ইংলিশদের মাটিতে নামিয়ে সমতায় টাইগাররা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ।  সফরকারীদের ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো স্বাগতিকরা।  ২৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

জয়ের লক্ষ্যে খেলতে নামা ইংলিশদের পক্ষে উইকেটে সেট হয়ে গিয়েছিলেন জশ বাটলার। হাফসেঞ্চুরি পূরণ করে একটু একটু করে এগিয়ে নিচ্ছিলেন ইংল্যান্ডের স্কোর। প্রতিরোধ গড়ে তোলা ইংলিশ অধিনায়ককে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। জোরালো এলবিডাব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ, আর সেটা আসে স্বাগতিকদের পক্ষেই। বাটলারকে আউট করায় এখন চালকের আসনে বাংলাদেশ। ইংল্যান্ডের স্কোর ২৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান। লক্ষ্য তাদের ২৩৯ রান।

২৬ রানে নেই ৪ উইকেট। কঠিন চাপে পড়া ইংল্যান্ড ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছিল জশ বাটলার-জনি বেয়ারস্টোর জুটিতে। বিপর্যয় কাটিয়ে দলীয় স্কোর ১০০ ছাড়ায় ইংলিশরা। তার পরই তাসকিন আহমেদের আঘাত, এই পেসার বেয়ারস্টোকে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্ল্যাভসবন্দি করে ভাঙেন এই জুটি। তার আউটের পর ক্রিজে আসা মঈন আলীকে দ্রুত ফিরিয়েছেন নাসির হোসেন। এই অলরাউন্ডারকে সাকিবের দুর্দান্ত ক্যাচে ফেরত পাঠান নাসির। 

আরেকটি মাশরাফি-জাদু, আরেকটি উইকেট। সরাসরি বোল্ডে আউট করলেন বেন স্টোকসকে। দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের ওপর ঝড় বইয়ে দেওয়া বাংলাদেশ অধিনায়ক জেমস ভিন্সের পর আরেক ওপেনার জেসন রয়কেও ফিরিয়েছেন আগেই। এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন তিনি রয়কে।

শুরু থেকেই ইংল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। প্রথম উইকেট পেতেও খুব একটা অপেক্ষায় থাকতে হয়নি। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে মাশরাফি ফিরিয়েছেন জেমস ভিন্সকে। ইংলিশ ওপেনার ধরা পড়েন মোসাদ্দেক হোসেনের হাতে। এর পর পরই আবার আঘাত সাকিব আল হাসানের। এই অলরাউন্ডারের ঘূর্ণি বল বুঝতেই পারেননি বেন ডাকেট। সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। 

সিরিজে টিকে থাকতে গেলে জয় ছাড়া কোনও পথ নেই-এমন সমীকরণ সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে শুরু করার চাপটা নিতে পারেনি বলেই কিনা অনেক দিন পর ব্যাটিংয়ে বিপর্যস্ত টাইগাররা। এর পরও ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৩৮ রান যে করতে পেরেছে, তা ওই মাহমুদউল্লাহর অসাধারণ হাফসেঞ্চুরির সঙ্গে শেষ দিকে মাশরাফি বিন মর্তুজার ঝোড়ো ব্যাটিংয়ে। অনেক দিন পর একাদশে সুযোগ পাওয়া নাসির হোসেনও জবাব দিয়েছেন নির্বাচকদের আস্থার।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে প্রতি চার প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
দেশে প্রতি চার প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
কোরবানির জন্য কী পরিমাণ প্রাণী প্রস্তুত, জানালেন মন্ত্রী
কোরবানির জন্য কী পরিমাণ প্রাণী প্রস্তুত, জানালেন মন্ত্রী
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, মির্জা ফখরুলকে নানক
ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, মির্জা ফখরুলকে নানক
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার