X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পেস আক্রমণ নিয়ে চিন্তিত সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৫ অক্টোবর ২০১৬, ১৯:২১আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৯:২৫

পেস আক্রমণ নিয়ে চিন্তিত সুজন টেস্টে বাংলাদেশের ভালো মানের পেস আক্রমণ নেই, যা আছে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে। নির্বাচক-কোচ-টিম ম্যানেজম্যান্টের সবার ভাষ্য এমনাটাই। তাই শনিবার প্রধান কোচ হাথুরুসিংহে সরাসরিই বলেছেন, তাদের দলে ২০ উইকেট নেওয়ার কোনও বোলার নেই। ঠিক একই কথা শুক্রবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন ভিন্নভাবে, ‘এটা আমাদের দীর্ঘ দিনের সমস্যা। আমাদের  যে সব পেসার আছে, তাদের থেকেই আমরা সেরা তিনজনকে দলে নেওয়ার চেষ্টা করছি।’

শনিবার দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বক্তব্যটাও ঠিক একই রকম, ‘এই মুহূর্তে আমাদের পেস আক্রমণ নিয়ে দুঃচিন্তার অনেক কারণ আছে। শহীদ গত বছর সব টেস্টেই বোলিং করেছে। সে এখন ইনজুরিতে। আমরা এটা কাভার করে সেরা স্কোয়াডটাই চূড়ান্ত করতে পারবো আশা করছি।’

তাসকিন খেলছেন কিনা, বিষয়টি এক প্রকার নিশ্চিতই করে দিয়েছেন প্রধান কোচ। তারপরও সুজন জানালেন, ‘তাসকিনকে নিয়ে দলের পরিকল্পনা অবশ্যই আছে। তবে ওকে এখনই খেলানো হবে নাকি অদূর ভবিষ্যতে, এটা ম্যানেজম্যান্ট ভালো বলতে পারবে। তবে নতুন যারা আছে তার ভালো করছে, এখন আমাদের ওদের উপরই বিশ্বাস রাখতে হবে।’

প্রায় ১৫ মাস পর দলের সঙ্গে মমিনুল। তারপরও তার কোনও সমস্যা হবে না বলে মনে করেন সুজন, ‘ড্রেসিংরুমে আমাদের প্রিয়মুখ মমিনুল। ওর সঙ্গে তো আমাদের সব সময় দেখা হয়। হয়তো ড্রেসিংরুমে থাকে না, কিন্তু সব সময়ই দেখা হয়। আমি নিশ্চিত ওর মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না।’

দীর্ঘদিন ধরে টেস্ট খেলা হয় না সাকিব-তামিম-মুশফিকদের। তারপরও আশাবাদী সুজন, সিনিয়ররা এটা মানিয়ে নিতে পারবেন।  এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ম্যাচ অনুশীলনের অভাব থাকলেও আমি নিশ্চিত সিনিয়ররা এটা মানিয়ে নিতে পারবে। ওরা জানে কিভাবে মানিয়ে নিতে। এখন ক্রিকেটের ভঙ্গিটা অনেক আধুনিক, এগুলো চিন্তা করে পারা যায় না।’

/আরআই/কেআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে