X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অভিজ্ঞদের দিকে তাকিয়ে মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০১৬, ১৪:৫৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৫:০২

অভিজ্ঞদের দিকে তাকিয়ে মুশফিক (ছবি: এএফপি) ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যেখানে অভিজ্ঞদের দিকেই তাকিয়ে আছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। কারণ ইংলিশদের বিপক্ষে এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার সবগুলোতেই বাজেভাবে হেরেছে লাল-সবুজরা। তারপরও নবম টেস্টে মুখোমুখি হওয়ার আগে অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

আর এই ইংল্যান্ডের বিপক্ষেই সবচেয়ে বেশি পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুশফিকের। যদিও সবচেয়ে বেশি সফল তামিম ইকবাল। চার ম্যাচ খেলে তার সংগ্রহ ৫০৫ রান। ব্যাট ও বল হাতে সমান ভূমিকা আছে মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের। ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞতা না থাকলেও লিটল মাস্টার মুমিনুল হককেও দেখা যাবে চট্টগ্রাম টেস্টে।

সম্প্রতি সাকিব-তামিম-রিয়াদ-ইমরুল বেশ ভালো ফর্মেও আছেন। তাই ফর্ম এবং অভিজ্ঞতা দুই মিলিয়েই সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে বেশি প্রত্যাশা মুশফিকের। বুধবার সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক মুশফিক নির্দিষ্ট নাম ধরেই ঘোষণা দিলেন-এরা ভালো খেললে তাদের পক্ষে সিরিজে ভালো ফল করা সম্ভব হবে, ‘বাংলাদেশ দলে ব্যাটিংয়ে ৫-৬ জন তিনটি ফরম্যাটেই খেলে। সেদিক থেকে বললে, আমাদের জন্য এটা একটি সুবিধা। সবাই ফর্মে আছে। ইমরুল, সাকিব, তামিম বা রিয়দ ভাই, মুমিনুল, সবাই ফর্মে আছে। অবশ্যই তাদের দিকে তাকিয়ে আছি। আশা করি ওরা ভালো খেলবে। প্রথম চারে কেউ যদি বড় ইনিংস খেলতে পারে; প্রথম ইনিংসে যদি আমরা তিনশর বেশি রান করতে পারি। তাহলে এটা হবে আমাদের জন্য বড় একটি অর্জন।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি