X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চাপকে জয় করতে চায় ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৪১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৩

চাপকে জয় করতে চায় ঢাকা

টুর্নামেন্টে কাগজে-কলমে অনেক শক্তিশালী দল হিসেবেই রয়েছে ঢাকা।  যদিও লিগ পর্বের দুটি ম্যাচেই টুর্নামেন্টে খুঁড়িয়ে চলা রাজশাহীর কাছে আত্মসমর্পণ করেছিল ঢাকা ডায়নামাইটস! তাইতো হোম গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে চাপে থেকেই মাঠে নামতে হচ্ছে ঢাকাকে।

মিরপুর শেরে বাংলায় বিপিএলের চতুর্থ আসরের ফাইনাল হবে শুক্রবার সন্ধ্যায়। ময়দানী লড়াইয়ে শিরোপা জিততে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।

টুর্নামেন্টে কাগজে-কলমে অনেক শক্তিশালী দল হিসেবেই রয়েছে ঢাকা।  যদিও লিগ পর্বের দুটি ম্যাচেই টুর্নামেন্টে খুঁড়িয়ে চলা রাজশাহীর কাছে আত্মসমর্পণ করেছিল ঢাকা ডায়নামাইটস! তাইতো হোম গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে চাপে থেকেই মাঠে নামতে হচ্ছে ঢাকাকে।  দলের প্রতিনিধি হয়ে আসা নাসির হোসেন জানালেন চাপকে জয় করার কথা, ‘অবশ্যই ফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ। চাপ আমাদেরও থাকবে; ওদেরও থাকবে। আমরা ওদের কাছে ২টা হেরেছি। এটা এমন কোনও কিছুই না। আমরা আমাদের মূল কাজের দিকেই মনোযোগী। সেটা করতে পারলেই চাপকে জয় করা সম্ভব হবে।’

তিনি আরও যোগ করেন, ‘সমর্থন বেশি পেলে চাপও কাজ করবে। এটার ইতিবাচক দিক আছে নেতিবাচক দিকও আছে। সব যদি ঢাকার সাপোর্টার হয় তাহলে চাপও কাজ করবে।’

কাগজে-কলমে শক্তিশালী দল ঢাকা হলেও এই বিষয়টি মানতে নারাজ ঢাকা ডায়নামাইটস। তাদের দাবি রাজশাহী ভালো দল, ‘আসলে কাগজে-কলমে বলে কথা না। আমাদেরকে মাঠে খেলতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। রাজশাহী খারাপ দল নয়। ভালো দল বলেই ফাইনালে উঠেছে। আমার মনে হয় ফাইনালে যারা কম ভুল করবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেশি থাকবে।’

বিপিএলে ঢাকার জার্সিতে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন নাসির হোসেন। সব জায়গাতেই সফল ছিলেন এই অলরাউন্ডার। তারপরেও নিজের ব্যাটিংয়ের আরও উন্নতি চান নাসির, ‘আমাদের দলে অলরাউন্ডার অনেকগুলো; তাই বোলিং সেভাবে করা হচ্ছে না। আর ব্যাটিংয়ে আমি যেটাই করেছি এর থেকেও ভালো করার সুযোগ ছিল। আমার নিজেরও মনে হয়, খুব ভালো একটা ব্যাটিং করতে পারিনি।’

সামনে থেকে নেতৃত্ব দিয়ে রাজশাহীকে ফাইনালে তুলে এনেছেন ড্যারেন স্যামি। চিটাগং ভাইকিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে অধিনায়কোচিত এক ইনিংস খেলে দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তোলেন তিনি। সেই স্যামিকে হুমকি মনে করছেন কিনা জানতে চাইলে নাসির বলেছেন, ‘স্যামির মতো আমাদেরও অনেক খেলোয়াড় আছে ম্যাচ জেতানোর মতো। আমরা এসব নিয়ে ভাবছি না।’

কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, এভিন লুইসের মতো বিধ্বংসী ক্রিকেটার থাকার পরও নাসির মনে করেন ভিন্ন কিছু। আর সেটা হলো, ‘আমাদের দলের ১১ জনই মূল ক্রিকেটার। আমাদের দলে এমন কোনও ক্রিকেটার নেই যে একা ম্যাচ জেতাবে। দল জেতাতে হলে সবারই কিছু না কিছু করতে হয়। আমাদের দলের ১১জনই মূল ক্রিকেটার।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের দলটা অলরাউন্ডার ভিত্তিতে গড়া। প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের দলে অলরাউন্ডার বেশি, বোলিং পরিবর্তন করার অপশনও বেশি। তবে ওদের শক্তিশালী দিক আমি জানি না।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা