X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নাজমুলে মুগ্ধ মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৮

নাজমুলে মুগ্ধ মাশরাফি কুমিল্লার হয়ে চলতি আসরে প্রথমবারের মতো বিপিএলে ১২ ম্যাচে ৯ ইনিংস খেলে ১৮০ রান সংগ্রহ করেছেন শান্ত। কুমিল্লার হয়ে যা ছিল ৬ষ্ঠ সর্বোচ্চ সংগ্রহ।  নাজমুলের এমন পারফরম্যান্সে মুগ্ধ মাশরাফিও। এমনকি বিশেষ কিছু গুণের জন্য নাজমুলকে আলাদাভাবেই দেখেন তিনি।

চলতি বছর ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের সহ-অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ওই আসরেই অসাধরণ পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন। এছাড়া চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়েও খেলেছেন। তাই মাশরাফিরও সুযোগ হয়েছে নাজমুলকে খুব কাছ থেকে দেখার। তাতেই মাশরাফির হৃদয় জয় করে নিয়েছেন শান্ত।

কুমিল্লার হয়ে চলতি আসরে প্রথমবারের মতো বিপিএলে ১২ ম্যাচে ৯ ইনিংস খেলে ১৮০ রান সংগ্রহ করেছেন শান্ত। কুমিল্লার হয়ে যা ছিল ৬ষ্ঠ সর্বোচ্চ সংগ্রহ। তাই নাজমুলের এমন পারফরম্যান্সে মুগ্ধ মাশরাফিও। এমনকি বিশেষ কিছু গুণের জন্য তাকে আলাদাভাবেই দেখেন তিনি, ‘নাজমুল অনেক প্রতিভাবান ক্রিকেটার। আমি এটুকু বলতে পারি। বিপিএল দিয়ে কোন খেলোয়াড়কে বিচার করা কঠিন। ও অনেক প্রতিভাবান। আমার বিশ্বাস ওর (নাজমুল) মধ্যে অন্যরকম একটা মানসিকতা, সামর্থ্য আছে; যা কাছ থেকে দেখে আমার মনে হয়েছে। এটা যদি ধারাবাহিক ভাবে রাখতে পারে, তাহলে আমার মনে হয় ও ভালো খেলোয়াড় হবে। সত্যি কথা বলতে, আমি যতগুলো নতুন খেলোয়াড় দেখেছি। সবচেয়ে প্রতিভাবান মনে হয়েছে নাজমুলকে।’
মাশরাফি বিপিএলে নাজমুলকে দেখে প্রতিভাধর ভাবলেও নির্বাচকরা তার প্রতিভাটা বহু আগেই টের পেয়েছিলেন।  তাই অস্ট্রেলিয়ার ক্যাম্প এবং নিউজিল্যান্ড সিরিজে ২২ জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ এই ক্রিকেটার।  অবশ্য প্রধান নির্বাচক নাজমুলের ব্যাপারে জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজে খেলানোর জন্য নয়, ভবিষ্যতের কথা চিন্তা করেই ডেভেলপম্যান্ট প্রোগ্রামের অংশ হিসেবে নাজমুলকে দলে রাখা হয়েছে। 
প্রসঙ্গত, বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের হয়েই খেলেছেন ৫৮টি ম্যাচ। যেখানে সব দেশের যু্বাদের ছাড়িয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি গড়েছেন তিনি। এজন্য অবশ্য অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ৫৮টি ম্যাচও খেলতে হয়েছে। এই ম্যাচ খেলে ৩৭.৩১ গড়ে ২ সেঞ্চুরি ও ১২ হাফসেঞ্চুরিতে নাজমুল হোসেন শান্ত করেছেন রেকর্ড ১ হাজার ৮২০ রান।

 শুধু তাই নয় ঘরের মাঠে চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানও করেছেন তরুণ এই অলরাউন্ডার। ৬ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে ২৫৯ রান সংগ্রহ করেছেন।

আর বয়সভিত্তিক ক্রিকেটে যতটুকু সাফল্য সবটাই মিডল অর্ডারে ব্যাটিং করেই। বিপিএল-এর চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা বেশ কয়েকটি ম্যাচে ওপেনিংয়ে ব্যাটিং করেছেন। আর মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ব্যাটিং করে বেশ স্বাচ্ছন্দ্যেই ছিলেন এই অলরাউন্ডার।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু