X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফরহাদের দিকে নির্বাচকদের তাকাতে বললেন স্যামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৮

ফরহাদ রেজা রাজশাহীর হয়ে বিপিএলে এবার ১৪ উইকেট নিয়েছেন ফরহাদ। এছাড়া ব্যাট হাতে করেছেন ১০৪ রান। স্যামি মনে করেন নির্বাচকরা ফরহাদকে নিয়ে ভাবতে পারে।

রাজশাহী কিংসের সহ-অধিনায়ক হিসেবে চলতি আসরে দায়িত্ব পালন করেছেন ফরহাদ রেজা। বল ও ব্যাট হাতে পুরো বিপিএলে সমীহ জাগানিয়া পারফরম্যান্স করেছেন। এর আগে জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে। তারও তিন বছর আগে ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেন তিনি।

তবে চলতি বিপিএল শেষে ফরহাদকে নিয়ে নির্বাচকদের ভাবনার সময় এসেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ের দারুণ ছন্দময় বোলিং করেছেন এই অললাউন্ডার। রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামিও তেমনটাই মনে করেন করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটেও সীমিত ওভারে খেলানো যেতে পারে ফরহাদকে।’ তার যুক্তি, ‘আমাদের হয়ে ১৭ ও ১৯তম ওভার কিংবা ১৮ ও ২০তম ওভার নিয়মিতই করেছে ফরহাদ। হয়তো সবসময় সফল হয়নি। তবে চ্যালেঞ্জটা নিতে কখনোই পিছপা হয়নি। দেখিয়েছে কীভাবে কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানো যায়।’

রাজশাহীর হয়ে এবার ১৪ উইকেট নিয়েছেন ফরহাদ। এছাড়া ব্যাট হাতে করেছেন ১০৪ রান। স্যামি মনে করেন নির্বাচকরা ফরহাদকে নিয়ে ভাবতে পারে, ‘সে (ফরহাদ) হয়তো খুব গতিময় বোলার নয়, তবে দারুণ কার্যকরী। আরও কয়েকজনের সঙ্গে নিজেকে দারুণভাবে তুলে ধরেছে সে, যারা বাংলাদেশের হয়ে খেলতে পারে সীমিত ওভারের ক্রিকেটে। আমার মনে হয়, নির্বাচকদের উচিত ওর দিকে তাকানো।’

উল্লেখ্য, ফরহাদ বাংলাদেশের হয়ে ৩৪টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা