X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কুপারকে হটিয়ে শীর্ষে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৮:৩০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৯

সাকিব আল হাসান শুক্রবার শিরোপা জেতার দিনে ব্যক্তিগত আরও একটি মাইলফলকে পৌঁছে গেলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)চতুর্থ আসর শেষ হয়েছে শুক্রবার। এই আসরে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে তৃতীয়বার শিরোপা জেতে ঢাকা।

ঢাকার তৃতীয় শিরোপা হলেও অধিনায়ক সাকিব আল হাসানের জন্য এটা প্রথম শিরোপা। অধিনায়ক হিসেবে প্রথম ও তৃতীয় আসরে সেরা চারে খেললেও শিরোপা জেতা হয়নি সাকিবের।

শুক্রবার শিরোপা জেতার দিনে ব্যক্তিগত আরও একটি মাইলফলকে পৌঁছে গেলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক।

বল হাতে রাজশাহী কিংসের বিপক্ষে ফাইনালে দুটি উইকেট নিতে পারলে বিপিএলের চার আসর মিলে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার হাতছানি ছিল সাকিবের সামনে। প্রথমে মমিনুল হককে ফিরিয়ে দিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন তিনি। এরপর ব্যক্তিগত চতুর্থ ওভারে রাজশাহীর ‍অধিনায়ক ড্যারেন স্যামিকে সাজঘরে ফিরিয়ে বিপিএলের রেকর্ড বুকে এককভাবে নিজের নাম লেখান সাকিব। সবমিলিয়ে বিপিএলে তার বর্তমান উইকেট সংখ্যা ৬১টি। ৪৮ ম্যাচে ১৯.৫৫ গড়ে সাকিব এই মাইলফলকে পৌঁছান। সেরা বোলিং ১৬ রানে চার উইকেট।

প্রথম আসরে খুলনা রয়েলসের হয়ে সাকিব ১১ ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ১৫টি। দ্বিতীয় আসরে আবার দল পাল্টে চলে যান ঢাকা গ্লাডিয়েটরসে। সেখানে সাফল্যের ধারা অব্যাহত ছিল, ১২ ম্যাচে নেন ১৫টি উইকেট। তৃতীয় আসরে আবারও দল বদলে রংপুরের হয়ে খেলে ১১ ম্যাচে নেন ১৮টি উইকেট। সবচেয়ে কম উইকেট পেয়েছেন চতুর্থ আসরেই। ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৪ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

প্রসঙ্গত, বিপিএলের তিন আসর খেলা ক্যারিবীয়ান পেসার কেভন কুপার ৩৭ ম্যাচে ৬০ উইকেট নিয়ে ছিলেন সবার শীর্ষে। বিপিএলের এ আসরে খুলনা টাইটানসের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। বরিশাল বুলসের হয়ে গত আসরে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে এগিয়ে যান কুপার।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী