আগামী ১২ জানুয়ারি থেকে মেয়েদের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ সফরকে ঘিরে শনিবার ১৪ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
আগামী মাসে শুরু হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের কথা মাথায় রেখে আসন্ন সিরিজের দল ঘোষণা করা হয়েছে জানান দলের কোচ হিলটন মরিং। অর্থাৎ পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে সফরকারীরা।
সিএসএ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এ সিরিজ শুরু হচ্ছে। তারই অংশ হিসেবে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকাও সফর করবে বাংলাদেশের মেয়েরা।
দক্ষিণ আফ্রিকার দল: ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), সুন লুস, মিগনন ডু প্রিজ, মসলিন ডেনিয়েলস, মারিজান ক্যাপ, মার্সিয়া মাতসিপি লেতসাওলা, ওডিন কার্স্টেন, লিজেল লি, আদ্রিয়ে স্টেইন, ইয়োলানি ফোরি, আয়োবোঙ্গা খাকা, ক্লো ট্রাইওন, সিনালো জাফটা ও লারা গুডঅল। সূত্র- স্পোর্ট২৪
/এফএইচএম/