X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

টেস্ট থেকে অবসর নিচ্ছি না: ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ১৬:১৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:২৯

টেস্ট থেকে অবসর নিচ্ছি না: ডি ভিলিয়ার্স

টেস্ট থেকে বিদায় নিচ্ছেন না এবি ডি ভিলিয়ার্স।  আপাতত মার্চে হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না তিনি।

এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে ‍গুঞ্জনটা অনেক দিন ধরেই। শোনা যাচ্ছিল, টেস্ট ছেড়ে দিচ্ছেন প্রোটিয়া তারকা! যদিও গুঞ্জনের ডালপালা পুরোপুরি মেলার আগে তা নিজেই কেটে দিয়েছেন মারকুটে ব্যাটসম্যান। বলেছেন টেস্ট থেকে বিদায় নিচ্ছেন না। আপাতত মার্চে হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না তিনি।

নিজ থেকেই ওই টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ লক্ষ্য হিসেবে রয়েছে নিজের পুরোপুরি ফিটনেস ফিরে যাওয়া। তবে তিনি এটাও জানিয়েছেন যে ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে আপাতত সংক্ষিপ্ত ফরম্যাটকেই বিবেচনায় রেখেছেন, ‘আমি শুধু নিউজিল্যান্ড সিরিজে খেলছি না। আমার আরও কিছু সময় দরকার। আমার এখন লক্ষ্য শুধু ২০১৯ বিশ্বকাপ। আমি অধরা বিশ্বকাপটা উঁচিয়ে ধরতে চাই।’

দক্ষিণ আফ্রিকার রেডিও-৭০২ কে দেওয়া সাক্ষাৎকারে ভিলিয়ার্স বলেছেন, ‘আমি কোনও ফরম্যাট থেকেই অবসর নিচ্ছি না। এর জন্য এখনও প্রস্তুত নই।’

মূলত ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখেই নিজের কাজের পরিধি কমাতে চাইছেন ভিলিয়ার্স। আর এটিই আপাতত সর্বোচ্চ প্রাধান্য হিসেবে দেখছেন তিনি, ‘আমার লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ। এর জন্য আমার যা যা করা প্রয়োজন তার সবকিছুই করবো।’

ভিলিয়ার্স টেস্ট খেলা না ছাড়লেও তাতে যে সহজে ধারাবাহিক হচ্ছেন না তা বোঝা গেছে এ কথাতেই, ‘অন্য ফরম্যাট খেলাটাও জরুরি। তবে এরজন্য মানসিক ও শারীরিকভাবে আমাকে ভালো অবস্থায় থাকতে হবে। আর আমি আপাতত ২০১৯ বিশ্বকাপকেই পাখির চোখ করেছি।’

লক্ষ্যের সঙ্গে সঙ্গে ভিলিয়ার্স আরও জানিয়েছেন যে তিনি চোট থেকে সুস্থ হয়ে উঠছেন। আর আশা করছেন ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ‍তৃতীয় টি-টোয়েন্টিতেই ফিরতে পারবেন।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে