X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্রীলঙ্কা সিরিজেই থাকবেন মুস্তাফিজ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৬

মুস্তাফিজ ট্রেনার-ফিজিওর ছাড়পত্র পাওয়ার পরও মুস্তাফিজকে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে দেখা যায়নি। মুস্তাফিজ নিজেই টেস্ট খেলার মতো পুরো ফিট নয় বলে নির্বাচকদের জানিয়েছিল। তাই ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও তাকে বিশ্রাম রাখা হয়।  আগামী মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।  খালেদ মাহমুদ সুজনের প্রত্যাশা আসন্ন এই সিরিজেই পুরো ফিট মুস্তাফিজকে পাওয়া যাবে।

ভারতের বিপক্ষে বাংলাদেশ দল যখন হায়দরাবাদের ২২ গজে লড়ছে। তখন মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট লিগে খেলছিলেন। সেখানে দুটি রাউন্ডে বেশ ভালো পারফরম্যান্স ছিল মুস্তাফিজের। এটাই আশাবাদী করে তুলছে খালেদ মাহমুদ সুজনকে, ‘আমার তো মনে হয় ও(মুস্তাফিজ) সব ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত। তবে এটা সিলেকশনের একটা প্রসেস। আমাদের মাথায় রাখতে হবে, মুস্তাফিজ আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ও একটা বড় ইনজুরি থেকে ফিরেছে। তাকে আমাদের যত্মের সঙ্গে ব্যবহার করতে হবে। আর আমি শুনেছি যে বিসিএলে মুস্তাফিজ খুব ভালো ক্রিকেট খেলেছে।’

দলে ইনজুরি সমস্যা প্রকট। এই অবস্থায় সিনিয়র খেলোয়াড়রা পিএসএলে খেলতে গেছে। যদিও খালেদ মাহমুদ মনে করেন পিএসএলে খেলার মাধ্যমে ব্যাটসম্যানরা তাদের কৌশলের উন্নতি করতে পারবে, ‘সাকিব, তামিম ও রিয়াদ আমাদের ব্যাটসম্যান। পিএসএলের মতো টুর্নামেন্ট অনেক বড় এক্সপোজার। ব্যাটসম্যানদের ইনজুরিটা কমই হয়। পেসাররা একটু ইনজুরি প্রবণ হয়। তবে ব্যাটসম্যানরা যতো খেলবে, ততো শিখবে। আমার মনে হয়, ছেলেরা এখন জানে কীভাবে ফিটনেস ধরে রাখা যায়। তারা নিয়মিত জিমে যায়। ইনজুরি হতেই পারে, ইনজুরির ভয়ে খেলবো না- এটা করা যায় না।’ 

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ