X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অধিনায়কত্ব নিয়ে সংশয়ে মিসবাহ, আগ্রহ ইউনুসের

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৩

মিসবাহ ও ইউনুস অধিনায়কত্ব করবেন না ছেড়ে দেবেন সেই সিদ্ধান্ত মিসবাহ উল হকের উপর ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু এখনও দোটানায় বর্তমান টেস্ট অধিনায়ক। তবে ভবিষ্যত নিয়ে তার পরিকল্পনা কী সেটা জানতে অপেক্ষা করছে বোর্ড। আর মিসবাহ যদি অধিনায়ক না থাকেন তাহলে তার উত্তরসূরি হওয়ার আগ্রহ জানিয়েছেন আরেক সিনিয়র ইউনুস খান।

অধিনায়কত্ব ছেড়ে দিলে আর খেলবেন কি না সেটা নিয়েই বেশি ভাবছেন মিসবাহ। পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেছেন, ‘ফেব্রুয়ারির শুরুতে  আমি যখন শেষবার দুবাইতে তার (মিসবাহ) সঙ্গে দেখা করলাম তখন সে তার ভবিষ্যত পরিকল্পনা জানাতে সময় চেয়েছিল। এখন যে কোনও সময় ও আমাদের সঙ্গে দেখা করলে শুনব। যদি সে খেলে যেতে চায় আমি বিষয়টি বোর্ডে আমার সহযোগীদের সামনে তুলে ধরব।’

সম্প্রতি দুবাইয়ে মিসবাহ জানান, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলবেন তিনি। তবে অধিনায়ক না খেলোয়াড় হিসেবে সেটা নির্বাচক ও বোর্ডের উপর ছেড়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারব। যদিও আমার মনে এখনও চূড়ান্ত ভাবনা আসেনি।’

অন্যদিকে অধিনায়কত্বের বীজ বোনা শুরু করে দিয়েছেন পাকিস্তানের দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার ইউনুস, ‘যদি প্রস্তাব আসে তবে অবশ্যই বিবেচনা করব।’ প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজার রান থেকে ২৭ রান দূরে অভিজ্ঞ এ ব্যাটসম্যান। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এ কীর্তির হাতছানি তার সামনে। তবে ওই মাইলফলকে গিয়েই ক্যারিয়ার শেষ করবেন না জানালেন ৩৯ বছর বয়সী, ‘আমি অবসর নিতে চাই না কারণ ক্রিকেটাকে উপভোগ করছি। এখনও রানের জন্য অনেক ক্ষুধা আছে। এমনকি ১০ হাজার রানের পরও আমি দলের জন্য খেলে যেতে চাই। আমি মনে করি না যে ফিট ও ফর্ম থাকা পর্যন্ত একজন খেলোয়াড়ের অবসর নেওয়া উচিত।’ সূত্র- নিউ ইন্ডিয়া এক্সপ্রেস

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে