X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিজে ফেরার মঞ্চও এখন শততম টেস্ট

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (গল) থেকে
১১ মার্চ ২০১৭, ২৩:০৩আপডেট : ১১ মার্চ ২০১৭, ২৩:২২

সিরিজে ফেরার মঞ্চও এখন শততম টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে গলে ৯৯তম টেস্ট খেলল বাংলাদেশ, যা শেষ হয়েছে ২৫৯ রানের হার দিয়ে। কলম্বোতে শততম টেস্টের আগের পরিস্থিতি যে মোটেও সুখকর নয়, সেটা বলার খুব বেশি দরকার আছে কী!

শুক্রবার চতুর্থ দিন শেষে কোনও উইকেট না হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছিল মুশফিকরা। তামিম-সৌম্যর এই জুটিতে সবার মনে আশা জেগেছিল যে শনিবার শেষ দিনের পুরোটা সময় ব্যাটিং করতে পারবে বাংলাদেশ। জয় সম্ভব না হলেও কমপক্ষে ড্র করতে পারবে। কিন্তু বাস্তবে সেটা না হওয়াতে যারপরনাই হতাশ ক্রিকেট ভক্তরা। হতাশ মুশফিক নিজেও। চতুর্থ দিন শেষে বিন্দুমাত্র ভাবেননি ম্যাচটা এভাবে হেরে যাবেন।

বাংলাদেশ ৯৯ তম টেস্ট খেলেছে। যার মধ্যে শনিবার ম্যাচের ফলসহ বাংলাদেশ হার মেনেছে ৭৬টি ম্যাচে। এমন পরিসংখ্যান নিয়েই বুধবার শততম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই সঙ্গে গলে হারার দগদগে ক্ষত তো আছেই।

শততম টেস্টে ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটিং বিভাগকে আরও দায়িত্ব নিতে হবে। নয়তো ক্রাইস্টচার্চ-হায়দরাবাদ-গলের পুনরাবৃত্তি কলম্বোতেও হবে। আগের দিনের উদ্বোধনী দুই জু্টি মিলে দলের অন্যরা শনিবার মাত্র ৩ ঘন্টা ৫ মিনিট টিকে থাকতে পেরেছেন। এই সময়ে বাংলাদেশ সংগ্রহ করেছে মাত্র ১৩০ রান।

বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে যায় মূলত ৩৭ রানে শীর্ষ ৫ ব্যাটসম্যানকে হারিয়ে। অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে গেলে মিরাজ-লিটন মিলে কিছুই করতে পারেননি। যদিও মুশফিক ও লিটন মিলে প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিলেন। কিন্তু মুশফিকের বাজে শট খেলে আউট হলে কিছুক্ষণের মধ্যে লিটনও ফিরে যান। তখনই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হারটা।

গলের বাজে অভিজ্ঞতা নিয়ে শনিবার বিকালে কলম্বোর পথ ধরেছে বাংলাদেশ। রবিবার দুপুর ২টায় অনুশীলন করবে মুশফিকরা। আগের ১৬ সদস্যের সঙ্গে আজ ইমরুলও যোগ দেবেন।

পি সারা ওভালের ২২ গজে নামার আগে ওখানে তিনটি অনুশীলন সেশন পাবে তারা। গলের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে হাথুরুসিংহে নিশ্চয় নতুন কোনও কৌশল ধরিয়ে দেবেন তার শিষ্যদের।

মুশফিক কিন্তু কলম্বো টেস্টে নিজেদের ভুল শুধরানোর ব্যাপারে আশাবাদী, ‘এই ম্যাচে আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। খেলতে না পারার মতো উইকেট ছিল না একেবারেই। টেস্টে আমাদের আরও ভালো করার সুযোগ আছে। যদিও আমাদের হাতে সময় কম, তারপরও ভুলগুলো শুধরে পরের ম্যাচটা জিতে সিরিজে ফেরার চেষ্টা করব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ