X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ-সাকিবের স্পেলকেই টার্নিং পয়েন্ট বললেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৯ মার্চ ২০১৭, ২০:৪৩আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২০:৫০

মুস্তাফিজ-সাকিবের স্পেলকেই টার্নিং পয়েন্ট বললেন মুশফিক কলম্বো টেস্টের চতুর্থ দিনে ম্যাচটা বের করে নেয় বাংলাদেশ। দুই প্রান্ত থেকে সাকিব ও মুস্তাফিজ লঙ্কান ব্যাটসম্যানদের চেপে ধরলে স্বাগতিকরা দিন শেষে আট উইকেট হারিয়ে ফেলে। ওই দিন থেকেই জয়ের সুবাস ছড়াচ্ছিল। সাকিব ও মুস্তাফিজের ওই স্পেলটাকেই ম্যাচের টার্নি পয়েন্ট মনে করছেন টেস্ট অধিনায়ক মুশফিক। সাকিব ও মুস্তাফিজ দুইজন মিলে ম্যাচের ৪৪ থেকে ৫৮ ওভার পর্যন্ত বোলিং করেছেন। ওই সময়ে লঙ্কানদের চারটি উইকেট তুলে নিয়ে মেরুদণ্ড ভেঙে দেন তারা। তাতেই ম্যাচে ফেরে সফরকারীরা, ‘শনিবার সাকিব ও মুস্তাফিজও ফ্ল্যাট উইকেটে দারুণ বোলিং করেছে। ওদের কয়েক ওভারের স্পেলে শ্রীলঙ্কা ব্যাকফুটে চলে যায়। এরপর আমাদের দরকার ছিল মোমেন্টামটা ধরে রাখা। আমাদের মনে হয়েছিল লক্ষ্য যা-ই হোক, আমরা চেজ করতে পারব। আমাদের মনে হয়েছে ২০০ বা ২৫০ রান এই উইকেটে তাড়া করা সম্ভব। তাদেরকে অলআউট করার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’

অবশ্য জয়টাকে সহজ করার পেছনে মুশফিক দুই ওপেনারের ভূমিকার কথা উল্লেখ করেছেন, ‘বিশেষ করে তামিম ও সাব্বির যেভাবে ব্যাটিং করেছে- এটা দারুণ। সব মিলিয়ে শততম টেস্ট জেতা বাংলাদেশের জন্য বড় অর্জন।’

শ্রীলঙ্কার বিপক্ষে শততম ম্যাচ জিতে মুশফিক মনে করেন শ্রীলঙ্কা তাদের মাটিতে দুর্দান্ত দল, ‘আমার মনে হয় শ্রীলঙ্কা এখনো তাদের মাটিতে দুর্দান্ত দল। তারা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। তাদেরকে তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। আমার মনে হয়, গত পাঁচ দিন আমরা তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে টস হারের পর বোলাররা প্রথম ইনিংসে তাদের কাজটা যথাযথভাবে করেছে।’

গল টেস্টের হারটা কোনওভাবেই মেনে নিতে পারেননি মুশফিক। তার মতে তারা এতটা বাজে দল নয়, ‘এমন জয়ে সত্যিই খুব ভালো লাগছে। কারণ প্রথম টেস্টে হারের পর আমাদের মনে হয়েছিল, আমরা যদি আমাদের সক্ষমতা অনুসারে খেলতে পারি তাহলে এই দলকে হারানো তেমন একটা কঠিন কাজ নয়। যদিও তারা প্রথম টেস্টটা বেশ সহজেই জিতেছে। আমরা জানতাম মাঠে আমাদের পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারলে জিততে পারব।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী