X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জয় দিয়েই সিরিজ নিশ্চিত করল ভারত

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৭, ১২:১৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১২:২৩

জয় দিয়েই সিরিজ নিশ্চিত করল ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট জয়ের সুবাস আগের দিনই পেয়েছিল স্বাগতিকরা। বাকি ছিল শুধু অপেক্ষা আর স্থির মানসিকতার। সেই স্থিরতাকে জয় করে এই টেস্ট চতুর্থ দিনের প্রথম সেশনেই ৮ উইকেটে জিতে নিয়েছে বিরাট কোহলির দল। এই জয়ে ৪ ম্যাচের সিরিজটাও ২-১ ব্যবধানে নিজেদের করে রাখলো স্বাগতিকরা। মৌসুমটা যে তাদের দুর্দান্ত যাচ্ছে তার প্রমাণ চারটি সিরিজেই জিতেছে বিরাট কোহলির দল।       

সকালে অবশ্য আগের দিনের ১৯ রানে বিনা উইকেটের স্কোর নিয়েই মাঠে নেমেছিল ভারত। যদিও এতসহজে ছেড়ে দেওয়ার দল ছিল না অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের বলে শুরুতে বিজয়কে ফিরিয়ে পাল্টা আঘাত হেনেছিল সফরকারীরা। একই রানে পুজারাকেও রানআউট করে সাজঘরের পথ ধরায় অসিরা। তবে পরে প্রতিরোধ দিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন রাহুল ও ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানে। রাহুল তুলে নেন হাফসেঞ্চুরি, অপরাজিত থাকেন ৫১ রানে। আর রাহানে অপরাজিত থাকেন ৩৮ রানে।  ম্যাচসেরা ও সিরিজসেরা দুটোই হয়েছেন রবিন্দ্র জাদেজা।    

ভারতকে প্রথম ইনিংসে ৩৩২ রানে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া।  কিন্তু স্বাগতিকদের চেয়ে পেছনে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ব্যাটিং ধসের মুখোমুখি হয় অস্ট্রেলিয়ানরা।

এর আগে ৬ উইকেটে ২৪৮ রানে সোমবার মাঠে নেমেছিল ভারত। ১৬ রানে অপরাজিত রবিন্দ্র জাদেজা, আর ঋদ্ধিমান সাহা ১০ রানে। দুজনে বেশ দেখেশুনে খেলেছেন আরও কিছু সময়। দলীয় ৩১৭ রানে জাদেজাকে (৬৩) বোল্ড করে এ জুটি ভাঙেন প্যাট কামিন্স।

এর পর আর বেশি লম্বা হয়নি ভারতের ইনিংস। ভারতের শেষ উইকেট কুলদ্বীপ যাদবকে আউট করে নাথান লিওন ক্যারিয়ারে নবমবার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। এ অস্ট্রেলিয়ান স্পিনার ৩৪.১ ওভারে ৫ মেডেনসহ ৯২ রান দিয়ে নেন ৫ উইকেট। তিনটি গেছে কামিন্সের ঝুলিতে।

৩২ রানে এগিয়ে থেকে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাব দিতে নেমে মাত্র ৩১ রানের মধ্যে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে শুরুর এ ধাক্কা কেউ সামাল দিতে পারেনি।

পিটার হ্যান্ডসকম্ব ও গ্লেন ম্যাক্সওয়েলের ৫৬ রানের জুটি ভারতের উদযাপনে কিছুটা বিরতি দিয়েছিল। দলীয় ৮৭ রান থেকে আবার শুরু হয় ব্যাটিং বিপর্যয়। ৫০ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় সফরকারীরা। অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসে রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজার স্পিনের সঙ্গে সমানতালে অবদান রাখেন পেসার উমেশ যাদব। তিনজনই তিনটি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ানদের দ্বিতীয় ইনিংস ১৩৭ রানে গুটিয়ে গেলে ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০৬ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বিরাট কোহলির দল। যদিও চোটের কারণে এই টেস্টে ছিলেন না ভারতীয় অধিনায়ক কোহলি। 

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ