X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি দলে প্যাটিনসন-হেনরিক্স

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ১০:৩০আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১০:৩০

প্যাটিনসনের ফেরা অস্ট্রেলিয়ানদের পেস বিভাগকে শক্তিশালী করেছে বোলিংয়ে আগের ধার ধরে রাখলেও জেমস ফকনারের ব্যাটিংয়ে ফর্মে নেই। তাই অলরাউন্ডারের কোটা পূরণে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে জায়গা হলো না তার। অন্তর্ভুক্ত করা হয়েছে মোয়াসেস হেনরিক্সকে। অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি দলে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো- ফিরেছেন ফাস্ট বোলার জেমস প্যাটিনসন।

চোটের কারণে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার সর্বশেষ ওয়ানডে সিরিজে না খেলা স্টিভেন স্মিথ প্রত্যাশিতভাবে পেয়েছেন নেতৃত্ব। ওই সিরিজেই বিশ্রামে থাকা ডেভিড ওয়ার্নার ৮ জাতির এ টুর্নামেন্টে থাকবেন সহঅধিনায়কের দায়িত্বে।

গত ৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পান ক্রিস লিন। আইপিএলের বাকি সময়ে তার খেলা নিয়ে শঙ্কা থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন তিনি।

২০১৫ সালের সেপ্টেম্বরে শেষ ওয়ানডে খেলেছিলেন প্যাটিনসন। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে দুর্দান্তরূপে মাঠে ফিরেছিলেন তিনি। শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে ১৭.৪১ গড়ে নেন ২৪ উইকেট। এছাড়া একই ফর্ম দেখিয়েছেন নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে, দুই ম্যাচে ১৩ উইকেট। পেস বিভাগে অস্ট্রেলিয়ার অন্য সদস্য মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জোশ হ্যাজলউড।

২০০৯ সালে অভিষেকের পর কেবল ৮ ম্যাচ খেলেছেন হেনরিক্স। ওয়ানডে দলে অনিয়মিত এ অলরাউন্ডার ২০১৬ সালে রআগস্টে শেষবার ম্যাচ খেলেন।

অস্ট্রেলিয়ান দলে সিম বোলিং অলাউন্ডার বাকি দুজন হলেন মার্কুস স্টোইনিস ও জন হেস্টিংস। লেগস্পিনার অ্যাডাম জাম্পার ব্যাকআপ হিসেবে দলে আছেন খণ্ডকালীন অফস্পিনার গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রেভিস হেড।

অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জোশ হ্যাজলউড, ট্রেভিস হেড, মোয়াসেস হেনরিক্স, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কুস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক) ও অ্যাডাম জাম্পা। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!