X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বোলিংয়ে শীর্ষে আরাফাত সানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৩:২৩আপডেট : ২২ মে ২০১৭, ১৩:২৬

বোলিংয়ে শীর্ষে আরাফাত সানি ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাটসম্যানদের পাশাপাশি সাফল্য কম ছিল না বোলারদের। লিগের বেশ কয়েকটি ম্যাচ বোলারদের কল্যানেই জিতেছে এই দলগুলো। সেই বোলারদের তালিকায় চলমান লিগে ২৮ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন আরাফাত সানি।

শীর্ষ ৫ বোলার

আরাফাত সানি (প্রাইম দোলেশ্বর) : ব্যক্তিগত জীবনে অনভিপ্রেত নানা ঘটনার জন্ম দিলেও মাঠের লড়াইয়ে ঠিকই বাজিমাত করেছেন আরাফাত সানি। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের খড়গ নেমে এসেছিল সানির ভাগ্যে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে। এরপর পরীক্ষার মাধ্যমের বোলিংয়ের বৈধতা পান। কিন্তু প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে স্পষ্টই বলে দিয়েছিলেন,  ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করেই জাতীয় দলে ফিরতে হবে সানিকে। ব্যক্তিগত জীবন বাদ দিলে সেই কাজটা ঠিকমতোই করে যাচ্ছেন বাঁহাতি এই স্পিনার। চলতি লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলা সানি ১৭.৫৩ গড়ে নিয়েছেন ২৮ উইকেট। লিগের শুরু থেকেই বল হাতে আধিপত্য বিস্তার করা সানি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি।

তাইজুল ইসলাম (মোহামেডান) : তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে যোগ দেওয়ার পর মোহামেডানের দায়িত্বটা যেন একাই কাঁধে তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। শুধু বল হাতে নয়, ব্যাটসম্যান হয়েও মোহামেডানকে ম্যাচ জিতিয়েছেন বাঁহাতি এই স্পিনার। ১৯.০৪ গড়ে ২৫ উইকেট তুলে নিয়ে লিগের দ্বিতীয় সর্বোচ্চ শিকারি তিনি। ২৪ রানে ৬ উইকেট নিয়ে এই মৌসুমের সেরা বোলিং ফিগারটিও তাইজুলের।

নিহাদুজ্জামান (ব্রাদার্স ইউনিয়ন) : বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা নিহাদুজ্জামান এই মৌসুমে বল হাতে কারিশমা দেখিয়েছেন। ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়ে সেরা ৫ বোলারের তালিকাতে তৃতীয় অবস্থানে আছেন।

আবু হায়দার রনি ( লিজেন্ডস অব রূপগঞ্জ) :  বিপিএলের তৃতীয় আসরে আলো ছড়িয়ে সবার নজর কেড়েছিলেন রনি। জাতীয় দলেও পেয়েছিলেন সুযোগ। কিন্তু জায়গাটা স্থায়ী হয়নি। এবারের প্রিমিয়ার লিগে রূপগঞ্জের হয়ে দারুণ বোলিং করেছেন প্রতিশ্রুতিশীল এই পেসার। ১১ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।

আব্দুর রাজ্জাক (শেখ জামাল) : লিগ পর্বের মাত্র ৭টি ম্যাচ খেলেছেন জাতীয় দলে একসময়টার নির্ভরযোগ্য স্পিনার আব্দুর রাজ্জাক। তবে কম খেললেও ওই ৭ ম্যাচেই কারিশমা দেখিয়েছেন তিনি। ২১ উইকেট তুলে নিয়ে পঞ্চম সেরা বোলার হয়ে উঠেছেন চলমান লিগে। সুপার লিগের ম্যাচগুলো খেললে রাজ্জাকের সামনে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ থাকবে!

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
সাবেক অর্থমন্ত্রীর অনুসারীদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আ.লীগ নেতার
সাবেক অর্থমন্ত্রীর অনুসারীদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আ.লীগ নেতার
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?