X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ পর্যন্ত আসছেই না পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৭, ২১:১০আপডেট : ২০ জুন ২০১৭, ২২:২৪

শেষ পর্যন্ত আসছেই না পাকিস্তান এ বছর বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু জুলাইতে আসছে না তারা। মঙ্গলবার বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন খবরটি।

যদিও গত এপ্রিলে দুবাইয়ের আইসিসি সভা শেষে পাকিস্তানের ‘না’ বললেও বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথাতে কিছুটা সম্ভবনা জেগেছিল। কেননা তিনি আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনায় ইতিবাচক কোনও ফল পেল না বাংলাদেশ। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের (বিসিবি) সভাপতি আগেই বলেছেন, এখন আর সুযোগ নেই। সামনে অস্ট্রেলিয়া আসছে। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার সময় পাওয়া যাবে না। ওরা যেহেতু সাড়া দেয়নি, আমরা ধরে নিয়েছি এ সিরিজ আর হচ্ছে না।’

ভবিষ্যত সফরসূচি (এফটিপি) অনুযায়ী আগামী ২০১৯ সালের মার্চ-এপ্রিলে পাকিস্তানের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। এর মধ্যে পাকিস্তান যদি পুনরায় সূচি চূড়ান্ত করতে চায়, তাতে অবশ্য বিসিবির আপত্তি নেই। জালাল ইউনুসের কথায় যা এমন, ‘এটা বলা খুব কঠিন। আমরা আগেই বলেছি ওদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব। তবে আবারও যদি ওরা খেলতে চায়, তাহলেও আমরা খেলতে রাজি আছি।’

এই সফর না হলেও দুই দেশের ক্রিকেট সম্পর্কে কোনও টানাপোড়েন তৈরি হবে না বলে মনে করেন জালাল ইউনুস, ‘আমার মনে হয় এটা সাময়িক ব্যাপার। হয়তো তাদের কোনও অভিমানের কারণে হয়ে থাকতে পারে। আমি জানি না ঠিক। কিন্তু আমার মনে হয় না এটা স্থায়ী কোনও সমস্যা। আশা করছি আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করা যাবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ