X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কুম্বলের পদত্যাগে নীরব কোহলি

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৭, ১৪:৪২আপডেট : ২৩ জুন ২০১৭, ১৪:৫৩

কুম্বলের পদত্যাগে নীরব কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত অনিল কুম্বলেকে কোচের পদে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। কিন্তু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর তিনদিন আগে মঙ্গলবার হঠাৎ পদত্যাগ করেন তিনি। এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে পদত্যাগপত্রে নাকি বিরাট কোহলির নামও উল্লেখ করেছেন কুম্বলে। এজন্য অধিনায়ক কোহলিকে নানা ধরনের প্রশ্নবাণে বিদ্ধ হতে হচ্ছে। শুক্রবার প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন থেকে কৌশলে নিজেকে রক্ষা করলেন ভারতের দলনেতা।

ত্রিনিদাদে কুম্বলের পদত্যাগ নিয়ে ভূমিকা থাকার প্রশ্নে কোহলি বলেছেন, ‘অনিল ভাই তার দৃষ্টি থেকে সবকিছু দেখেছেন এবং সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’

দলের প্রধান কোচ হিসেবে তাকে ক্যারিবিয়ান সফরে রেখে দিতে বিসিসিআই’র সিদ্ধান্তে কোহলি আপত্তি জানানোয় অবাক হয়েছেন কুম্বলে। দেশের শীর্ষ টেস্ট উইকেটশিকারিকে নিয়ে কেন এত দ্বিধাদ্বন্দ্ব, ভারতের অধিনায়ক এ প্রশ্নে নীরব, ‘গত তিন-চার বছর ধরে আমরা একটি সংস্কৃতি তৈরি করেছি যে ড্রেসিং রুমে যাই ঘটুক না কেন, বাইরে বলা যাবে না। আর ড্রেসিংরুমে যা হয়েছে সেটা আমাদের কাছে খুব গোপনীয়। আমি সবার সামনে ওসব বলতে চাই না।’

কোচ কুম্বলে কতটা গ্রহণযোগ্য ছিলেন সেটা বলতে নারাজ কোহলি। তবে ক্রিকেটার হিসেবে তাকে অন্তর থেকে শ্রদ্ধা করেন তিনি, ‘একজন ক্রিকেটার হিসেবে তাকে আমি পূর্ণ শ্রদ্ধা করি। দেশের জন্য তিনি যা অর্জন করেছেন এবং সারাজীবন যেভাবে খেলেছেন, সেটা তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’ ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ