X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজ-সৌম্যর ঈদ আনন্দ

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ২১:০২আপডেট : ২৫ জুন ২০১৭, ২১:১৫

মোস্তাফিজ-সৌম্যর ঈদ আনন্দ জাতীয় দলের কোনও খেলা নেই, চ্যাম্পিয়নস ট্রফি শেষে দেশে ফেরা বাংলাদেশের খেলোয়াড়রা ঈদের ছুটি পেয়ে গিয়েছিলেন আগেই। ক্রিকেট ব্যস্ততা না থাকায় ক্রিকেটারদের প্রায় সবাই ঈদ করতে গেছেন গ্রামের বাড়িতে। ব্যতিক্রম নয় মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের বেলাতেও। জাতীয় দলের দুই তারকা ঈদে করতে গেছেন নিজের জেলা সাতক্ষীরায়।

মোস্তাফিজের বাড়ি সাতক্ষীরার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। ওখানেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ‘কাটার মাস্টার’। ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় দিন বাড়ির পাশে তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে নামাজ আদায় করবেন মোস্তাফিজ। এরপর ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এলাকার মানুষজনের সঙ্গে।

এই পেসারের ভাই মোখলেছুর রহমান পল্টু জানিয়েছেন,  ঈদ উদযাপন করতে গত শনিবার  রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে সাতক্ষীরায় এসে পৌঁছান মোস্তাফিজ। এবারের ঈদে লম্বা ছুটিই পেয়েছেন তিনি। খেলা না থাকায় ১০ জুলাই পর্যন্ত গ্রামে কাটাবেন মোস্তাফিজ। মোখলেছুর বলেছেন, ‘আগামী ১০ জুলাই ঢাকায় যাবে মোস্তাফিজ। অস্ট্রেলিয়ার সিরিজের জন্য শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে ও।’

মোস্তাফিজ-সৌম্যর ঈদ আনন্দ এদিকে ঈদের ছুটিতে নিজ বাড়িতে সময় কাটাচ্ছেন সৌম্য সরকার। ঈদের ছুটিতে গিয়ে আবার পেয়ে গিয়েছেন রথযাত্রা। রবিবার রথযাত্রাতে অংশও নিয়েছিলেন এই ওপেনার। এখন অপেক্ষায় আছেন ঈদের দিনের। কীভাবে কাটাবেন, সেটাও ঠিক করে ফেলেছেন তিনি, ‘ঈদের দিন বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ও আড্ডা দিয়ে সময় কাটাব।’

জাতীয় দলে খেলা জেলার আরেক ক্রিকেটার রবিউল ইসলাম শিপলু ঈদের নামায় আদায় করবেন সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা ফারুক হোসেন ঈদের নামাজ আদায় করবেন রসুলপুর সরকারি গোরস্থানের ঈদগাহে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী