X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারতের কোচ হওয়ার দৌড়ে এবার রবি শাস্ত্রীও

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৭, ২০:৫৭আপডেট : ২৭ জুন ২০১৭, ২১:২০

রবি শাস্ত্রী ভারতের কোচ হওয়ার ইচ্ছাটা তার অনেক আগে থেকেই। ২০১৬ সালেও একবার আবেদন করেছিলেন প্রধান কোচ হওয়ার। যদিও হয়নি। অনিল কুম্বলে সরে দাঁড়ানোর পর আবারও জেগে উঠেছে আগ্রহটা। আর সেই আগ্রহ থেকেই কোচ হওয়ার আবেদন জমা দিতে যাচ্ছেন রবি শাস্ত্রী। ‘নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’কে আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই অলরাউন্ডার নিজেই।

চ্যাম্পিয়নস ট্রফির পর এখন ইংল্যান্ডে রয়েছেন শাস্ত্রী। সেখানেই ভারতীয় ওই সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন, ‘হ্যাঁ, আমি (ভারতের কোচের) চাকরির আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।’ ভারতীয় মিডিয়ায় অবশ্য গুঞ্জন আছে, চাকরি নিশ্চিত হলেই কেবল আবেদন করতে পারেন শাস্ত্রী। বিসিসিআইয়ে পরিচালকের দায়িত্ব পালন করা সাবেক এই ক্রিকেটার অবশ্য সেই খবর উড়িয়ে দিয়েছেন।

কোচ না হলেও টিম ডিরেক্টর হিসেবে তার অধীনে বেশ কিছুদিন খেলেছে ভারত। ২০১৫ বিশ্বকাপের পর অনেকটা সময় কোচহীন ভারতকে আগলেও রেখেছিলেন শাস্ত্রী। তবে কোচের পদটার প্রতি তার আগ্রহ বরাবরই। এবার তিনি আবেদন করতে যাওয়ায় বিরাট কোহলিদের কোচের দৌড়ে যোগ দিলেন ছয় জন। আগেই আবেদন জমা দিয়েছেন বীরেন্দর শেবাগ, টম মুডি, লালচাঁদ রাজপুত, রিচার্ড পাইবাস ও ডোড্ডা গনেশ।   

চ্যাম্পিয়নস ট্রফির পরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান মেয়াদ শেষ হয়ে যাওয়া অনিল কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাজে সম্পর্কের কারণেই বিসিসিআই কুম্বলের মেয়াদ বাড়ায়নি বলে শোনা গেছে ভারতীয় মিডিয়ায়। সাবেক এই স্পিনার দায়িত্ব ছাড়ার পর এখন কোচ খুঁজছে ভারত। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গড়া কমিটির কাছে কোচের আবেদন জমা দেওয়া শেষ তারিখ ৯ জুলাই। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই