X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় টেস্টে ইংল্যান্ড দলে দুই নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৭, ১৮:৩৬আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৮:৪০

অভিষেকের অপেক্ষায় টম ওয়েস্টলি ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। সফরকারী দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে হেরেছে ৩৪০ রানের বড় ব্যবধানে। সমালোচনার মুখে পড়া ইংলিশরা ঘুরে দাঁড়াতে ঘোষণা করেছে তৃতীয় টেস্টের দল। ওভালের ম্যাচে ইংল্যান্ড স্কোয়াডে যোগ করেছে দুই নতুন মুখ। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকবেন ব্যাটসম্যান টম ওয়েস্টলি ও ডেভিড মালান। চোটের কারণে বাদ পড়েছেন গ্যারি ব্যালেন্স।

লর্ডস টেস্ট জেতায় ট্রেন্ট ব্রিজ টেস্টের দলে কোনও বদল ছিল না ইংল্যান্ডের। তবে দ্বিতীয় টেস্টে ভরাডুবির পর দুই খেলোয়াড়কে যোগ করেছে স্বাগতিকরা। ব্যালেন্সের আঙুল ভেঙে যাওয়ায় সুযোগ পেয়েছেন একজন, অন্যজনের জায়গা হয়েছে বাড়তি ব্যাটসম্যান হিসেবে। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েই অভিষেক হয়ে যাচ্ছে ওয়েস্টলির। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দল ঘোষণার বার্তায় যা উল্লেখ করেছে, তাতে ওভাল টেস্টে তিন নম্বরে ব্যাটিং করবেন ওয়েস্টলি।

ভালো ক্রিকেট খেলার পুরস্কার পেয়েছেন ওয়েস্টলি। এসেক্সের এই ব্যাটসম্যান এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে কাটিয়েছেন দারুণ সময়। এমনকি ইংল্যান্ড লায়ন্সের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও আলো ছড়িয়ে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। শুধু তাই নয়, প্রথম শ্রেণির সবশেষ ছয় ম্যাচে তার সেঞ্চুরির সংখ্যা ৩।

প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া মালানের খেলাটা নিশ্চিত নয় এখনও। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এই ব্যাটসম্যানের খেলা। দলে একজন বাড়তি ব্যাটসম্যান যোগ করলে অভিষেক হয়ে যাবে গত মাসেই টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মালানের।

লর্ডস টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দারুণভাবে শুরু করে ইংল্যান্ড। যদিও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ট্রেন্ট ব্রিজ টেস্ট জিতে সমতায় ফিরেছে প্রোটিয়ারা। ক্রিকইনফো

তৃতীয় টেস্টে ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোনাথন বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, লিয়াম ডসন, কিটন জেনিংস, ডেভিড মালান, টোবি রোল্যান্ড-জোন্স, বেন স্টোকস, টম ওয়েস্টলি, মার্কা উড।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?