X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাবেকদের টুর্নামেন্টে জয়ে শুরু চিটাগং-রাজশাহীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ২২:৫১আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২২:৫১

জয় পেয়েছে রাজশাহী মাস্টার্স নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকত। প্রকৃতির নিজ হাতে গড়া বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাড়েই শেখ কামাল স্টেডিয়াম। বুধবার সেখানে পর্দা উঠেছে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচে এক্সপো অল স্টারসকে ৪৫ রানে হারিয়েছে একমি রাজশাহী। পাশের আউটার মাঠে একই সময় শুরু হওয়া ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন টাইটানস খুলনা মাস্টার্স ৫ উইকেটে হেরেছে ইস্পাহানী চিটাগং মাস্টার্সের বিপক্ষে।

একমি রাজশাহী-এক্সপো অল স্টারস

আগে ব্যাটিং করে একমি রাজশাহী নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪.১ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় এক্সপো অল স্টারস। যাতে ৪৫ রানের জয় পায় রাজশাহী।

ব্যাট হাতে এক্সপো অল স্টারসের জহিরুল রাশেদ সর্বোচ্চ ২১ রান করেন  ২৫ বলে ২টি চারের সাহায্যে। এছাড়া মাসুদুর রহমান মুকুল খেলেন ১৩ রানের ইনিংস।

একমি রাজশাহী মাস্টার্সের সেরা বোলার শেখ গোলাম মোস্তফা। তিনি একাই নেন ৫ উইকেট। এছাড়া ৪ উইকেট পেয়েছেন আলমগীর কবির।

ব্যাটিংয়ে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ২১ রান করেন মাহমুদুল হাসান রানা। এছাড়া জাভেদ ওমর বেলিম, রাশেদুজ্জামান ও রাকিবুল ইসলাম প্রত্যেকে খেলেন ১৮ রানের ইনিংস।

এক্সপো অল স্টারসের বোলারদের হয়ে নিয়াজ মোর্শেদ নাহিদ সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

টাইটানস খুলনা মাস্টার্স-ইস্পাহানি চিটাগং মাস্টার্স

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দিনের অন্য ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে খুলনা মাস্টার্স। নিয়মিত উইকেট হারালে ৯০ রান সংগ্রহ করতে পারে খুলনা।

ব্যাট হাতে নিয়াজ মোর্শেদ পল্টু সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন। বল হাতে ইস্পাহানি চিটাগং মাস্টার্সের মোবালিগ জেমস ৪টি উইকেট নেন।

৯১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ধীরে ব্যাটিং করে চিটাগং। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারায় তারা। এক সময় ৩৭ রানে ৩ উইকেট হারালেও জয় পেতে কষ্ট হয়নি তাদের। ১০.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে চিটাগং মাস্টার্স।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!