X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সমস্যা না মিটলে আদালতে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০১৭, ১৫:১৭আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৫:২০

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী প্রধান জেমস সাদারল্যান্ড বেতন নিয়ে ঝামেলার কোনও কূল-কিনারা করতে পারছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ার পর অস্ট্রেলিয়ার বাংলাদেশ ও ভারত সফরের সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ পড়েছে হুমকির মুখে। আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসার প্রস্তুতি যেখানে নেওয়ার কথা, সেখানে এখন চলছে খেলোয়াড় ও বোর্ডের মধ্যে বিরোধ। তবে দিন যতই পার হচ্ছে, মিলছে সমাধানের ইঙ্গিত।

সর্বশেষ বৃহস্পতিবার এক বৈঠক শেষে সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানালেন, এ সমস্যা মেটানোর জন্য এখন একটি মাত্র পথ খোলা। আগামী সপ্তাহের মধ্যে দুই পক্ষের বিরোধ না মিটলে স্বতন্ত্র সালিশি আদালতের দ্বারস্থ হবে বোর্ড। সেখানে যে রায় হবে সেটা নির্দ্বিধায় মেনে নেবে তারা। তবে বোর্ডের নির্বাহী প্রধানের আশা সেটার প্রয়োজন পড়বে না। আগামী সপ্তাহের মধ্যে দুই পক্ষের সমঝোতা হবে বিশ্বাস সাদারল্যান্ডের।

সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বোর্ডের সঙ্গে ঝামেলা মেটাতে খেলোয়াড়দের আহ্বান জানিয়েছেন এ শীর্ষ কর্মকর্তা। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি এখন মাঠে নেমে খেলার সময় এসে গেছে, সফরের প্রস্তুতি নিতে হবে। দ্রুত এর সমাধানে আমরা দুই পক্ষকে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিচ্ছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাব।’

তারপরও কোনও মীমাংসা না হলে মধ্যস্থতাকারী হিসেবে আদালতের দ্বারস্থ হওয়ার পক্ষে সিএ, ‘যদি এ সময়ে সমাধান না হয় তবে আমরা সেগুলো একটি সালিসি আদালতে যেতে চাই। যে কোনও সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত আমরা। ক্রিকেটীয় ভাষায় যেটাকে বলে, আমরা আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে এগিয়ে যাব।’ ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?