X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

উপভোগের মন্ত্রে উজ্জীবিত নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ২১:৫৯আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২২:০৫

নাসির হোসেন। ছবি: ফেসবুক থেকে ক্যারিয়ারের শুরুতে আলো ছড়ালেও ধারাবাহিকতার অভাবে আজ তিনি দলের বাইরে। তাই বলে হতোদ্যম হয়ে পড়েননি নাসির হোসেন। যেখানেই খেলার সুযোগ পাচ্ছেন, কাজে লাগানোর চেষ্টা করছেন ‘ফিনিশার’ নামে পরিচিত এই অলরাউন্ডার। সম্প্রতি চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ৬২ রানের দৃঢ়তাভরা ইনিংস খেলে তিনি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে ফিরতে প্রস্তুত।

২০১৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মাত্র তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে নাসিরের। অথচ ঘরোয়া ক্রিকেটে তার দারুণ পারফরম্যান্স। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র ৮ ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিসহ ৪৮০ রান এসেছিল তার ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা পাবেন কিনা জানেন না।  নাসির অবশ্য এ বিষয়ে ভাবছেন না। চট্টগ্রামে ব্যাটিংয়ে নামার আগে একটুও চাপ অনুভব করেননি। শনিবার এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে নির্বাচকদের নজর কাড়তেই হবে এমন কোনও ভাবনা ছিল না। আমি শুধু ব্যাটিং উপভোগ করেছি। অনেক দিন পর লাল বলে ব্যাট করে খুব ভালো লেগেছে। সেঞ্চুরি পেলে অবশ্য আরও ভালো লাগতো।’

প্রস্তুতি ম্যাচে নিজের ইনিংস নিয়ে নাসিরের বিশ্লেষণ, ‘অনেক দিন বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার সুযোগ হয়নি। তাই ইনিংস বড় করার চেষ্টা করেছি।’

জাতীয় দলে ফেরা শুধু নয়, টিকে থাকাও অনেক কঠিন এখন। তিনি অবশ্য এটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন, ‘দলে প্রতিযেগিতা থাকলেই বোঝা যায় আমি কোথায় আছি, কোন জায়গায় উন্নতি করতে হবে। আমার বা যার ক্ষেত্রে হোক, এটা সবার জন্যই ভালো। এটা দলের জন্যও স্বাস্থ্যকর।’

/আরআই/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়