X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চার সিনিয়রের দিকে তাকিয়ে মাশরাফি

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৭, ১৮:২০আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৯:৪১

সাকিব, মাহমুদউল্লাহ, তামিম- তাদের সঙ্গে মুশফিকের কাছ থেকে ভালো পারফরম্যান্স চান মাশরাফি অনেক নাটক শেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। ঢাকার পাঁচ সপ্তাহের এই অনুশীলন ক্যাম্পে ছিলেন মাশরাফি বিন মুর্তজাও। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নেই অনেক দিন থেকেই পাঁচ দিনের ক্রিকেট থেকে বাইরে থাকা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে এই সিরিজ নিয়ে তিনি কথা বলেছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’-এর সঙ্গে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী মাশরাফি তাকিয়ে আছেন দলের চার সিনিয়র ক্রিকেটারদের দিকে।

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দীর্ঘ দিন ধরে একসঙ্গে খেলছেন জাতীয় দলে। অভিজ্ঞতার ভাণ্ডারও তাদের সমৃদ্ধ। টেস্ট ক্রিকেট যেহেতু অভিজ্ঞদের জায়গা, তাই এই চার সিনিয়র ক্রিকেটারদের প্রতি মাশরাফির প্রত্যাশা অনেক। প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সেরাটা দেবেন বলে মাশরাফির বিশ্বাস। ‘ক্রিকইনফো’কে ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘আশা করছি আমাদের চার সিনিয়র ক্রিকেটার (তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ) তাদের উইকেটের মূল্য রাখবে। মিডল অর্ডারে তারা অবদান রাখবে, যাতে তরুণ খেলোয়াড়রা সেটা অনুসরণ করে। তামিম তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। সে ও ইমরুল ভালো শুরু এনে দেবে।’

ব্যাটসম্যান সাকিবের দিকে যেমন তাকিয়ে আছেন মাশরাফি, তেমনি বোলার সাকিবকেও নিজের রূপে দেখতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। স্পিনারদের দিকেই বেশি নজর মাশরাফির, ‘স্পিন বিভাগে আমাদের সাকিব ও (মেহেদী হাসান) মিরাজের মতো বোলার আছে। ৩-৪ উইকেট নিয়ে যদিও কোনও ফাস্ট বোলার একটা ভালো স্পেল করতে পারে, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।’

গত কয়েক বছরে মানসিকতার অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। যে মানসিকতায় ওয়ানডের সঙ্গে টেস্টেও উন্নতি করেছে টাইগাররা। গত ১০ মাসে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে পাঁচ দিনের ক্রিকেটে। মানসিকতার জায়গা থেকে ড্রেসিংরুমের অবস্থা পুরোপুরি বদলে গেছে বলে জানিয়েছেন মাশরাফি, ‘হার-জিতের চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হলো মানসিকতা। আমি নিজে দেখেছি ড্রেসিংরুম, গত দুই বছরে মানসিকতায় ওখানে ব্যাপক পরিবর্তন হয়েছে।’

ব্যাটসম্যানদের মানসিকতাও বদলে গেছে, এখন তাদের মধ্যে অনেক বেশি রানের ক্ষুধা দেখতে পান মাশরাফি, ‘আমার মনে হয় এখন তারা (ব্যাটসম্যানরা) তাদের মানসিকতা নিয়ে কাজ করে, যেটা গত ১৫ বছরে সবচেয়ে চিন্তার জায়গা ছিল আমাদের। এখন সেঞ্চুরি হওয়ার পর পরের দিনের কথা ভাবে, ব্যাটসম্যান চিন্তা করে কিভাবে স্কোরটা আরও বড় করা যায়। ভাবে, কেন ডাবল সেঞ্চুরি করতে পারব না?’ ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী