X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সাবেক ক্রিকেটারদের কাছে পরামর্শ চাইলেন লেম্যান

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ২২:৩৯আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২২:৩৯

অনুশীলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে কোচ ড্যারেন লেম্যান প্রায় দশ মাস ধরে অস্থিরতা চলছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটে। আর্থিক ঝামেলায় বাংলাদেশ সফর বয়কটের হুমকি পর্যন্ত দিয়েছিলেন দেশটির ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর তো বাতিলই হয়ে গেছে। তবে বাংলাদেশকে এমন দুর্ভাগ্য বরণ করতে হয়নি। সব সংশয় দূরে ঠেলে বাংলাদেশে আসছে ক্রিকেটের সফলতম দল।

তবে সফর করতে রাজি হলেও ক্রিকেটাররা যে মানসিকভাবে কিছুটা পিছিয়ে, তা স্বীকার করতে দ্বিধা নেই অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানের। প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার লক্ষ্যে সাবেক তারকা ক্রিকেটারদের দ্বারস্থ হয়েছেন তিনি। তাদের কাছে লেখা এক খোলা চিঠিতে পরামর্শ চেয়ে লেম্যানের মন্তব্য, ‘কর্মী হিসেবে আমরা সব সময় (অস্ট্রেলীয় ক্রিকেটের) উন্নতির পথ খোঁজার চেষ্টা করি। তাই আপনাদের যে কোনও পরামর্শকে স্বাগত জানাই। যদি আপনাদের কোনও পরামর্শ থাকে, তাহলে অবশ্যই জানাবেন।’ অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম ‘নিউজ কর্প অস্ট্রেলিয়া’য় শুক্রবার প্রকাশিত হয়েছে এই চিঠি।

লেম্যানের চিঠিতে ফুটে উঠেছে বর্তমান দলের ‘দুরবস্থা’র ছবি। এক বছর আগে শীর্ষে থাকা দলটি এখন চার নম্বরে। সোনালী সময় ফিরিয়ে আনতে সাবেকদের কাছে শুধু পরামর্শ নয়, প্রত্যক্ষ সহযোগিতারও আহ্বান জানিয়েছেন কোচ, ‘মাত্র ১২ মাস আগেও টেস্ট ও ওয়ানডেতে আমরা এক নম্বরে ছিলাম। আবার সেখানে যেতে হলে আমাদের সবাইকে একই পথে হাঁটতে হবে আর সাহায্য করতে হবে অস্ট্রেলিয়া দলকে। আপনারা অনুশীলন ও সাজঘরে আমাদের সার্বিক অবস্থা দেখতে চাইলে অবশ্যই ব্যবস্থা করা হবে। আপনাদের দেখলে খুব খুশি হবে ছেলেরা আর দলের কর্মীরা। তারা আপনাদের খেলার ভেতর দিয়েই ক্রিকেটকে অনুধাবন করে।’

বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।-ক্রিকইনফো।

/এফআইআর/এএআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল