X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

লড়াইয়ের প্রতিজ্ঞা তাসকিনের কণ্ঠে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ২১:০৫আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২১:০৫

অস্ট্রেলিয়াকে হারানোর প্রত্যয় নিয়ে অনুশীলনে মগ্ন তাসকিন সাফল্যের হার, ক্রিকেট ঐতিহ্য বা র‌্যাংকিং-কোনও কিছুতেই অস্ট্রেলিয়ার কাছাকাছি নেই বাংলাদেশ। টেস্ট র‌্যাংকিংয়ে বর্তমানে অস্ট্রেলিয়া ৪ এবং বাংলাদেশ ৯ নম্বরে। তবে ব্যবধান যতই থাক, দুই টেস্টের সিরিজে লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ তাসকিন আহমেদ।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তেমন প্রতিজ্ঞাই ফুটে উঠল বাংলাদেশের তরুণ পেসারের কণ্ঠে, ‘ওদের চেয়ে আমরা পিছিয়ে ঠিকই, তবে আমরা এখন আগের চেয়ে অনেক ভালো দল।’ এরপর পেস বোলিং দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার প্রত্যয় জানিয়ে তার মন্তব্য, ‘সুইং-রিভার্স সুইং সব কিছু নিয়েই আমরা কাজ করছি। আশা করি, আগে বল হাতে যা করতে পারিনি এবার তা করতে পারবো।’

দু দলেই পেসারের সংখ্যা তিন জন করে। তবে টেস্ট অভিজ্ঞতায় অতিথি পেসাররা বেশ এগিয়ে। অস্ট্রেলিয়ার সবচেয়ে অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড খেলেছেন ৩০টি টেস্ট। অন্যদিকে বাংলাদেশের বর্তমান দলের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৯টি টেস্ট খেলেছেন শফিউল ইসলাম। বাকি দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন খেলেছেন ৪টি করে টেস্ট। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও পেসারদের সাফল্যের ব্যাপারে আশাবাদী তাসকিন, ‘ওদের পেসাররা অবশ্যই ভালো, তবে আমরাও ফেলে দেওয়ার মতো নই। আমাদের পেসাররা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছে। আমরা যে এই সিরিজে ভালো করতে পারি, সে বিশ্বাস আমাদের আছে।’

গত এক বছরে টেস্টে দুটো স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ, প্রথমটি গত বছরের অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানে, আর পরেরটি গত মার্চে শ্রীলঙ্কায় ‘ঐতিহাসিক’ শততম টেস্টে ৪ উইকেটে। ওই দুই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার সংকল্প তাসকিনের, ‘ইংল্যান্ডের বিপক্ষে জয়টা আমাদের দারুণ অনুপ্রাণিত করেছিল। ওই জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল আমাদের। এরপর শ্রীলঙ্কাকে ওদের মাটিতেই হারিয়েছি। ফলে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। চার-পাঁচ বছর আগের চেয়ে এখন লড়াই করে জেতার প্রত্যয় অনেক বেশি আমাদের।’

ছবি: সাজ্জাদ হোসেন

 

 

 

 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়াকেও হারাতে চায় বাংলাদেশ
মালয়েশিয়াকেও হারাতে চায় বাংলাদেশ
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান