X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

স্পিন সামলাতে অস্ট্রেলিয়ার প্যাড ছাড়া অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ২৩:৫৩আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২৩:৫৫

সামনের পায়ে প্যাড না পড়ে উসমান খাজার অনুশীলন লড়াইটা যে স্পিনের বিপক্ষে বেশি হবে, সেটা অস্ট্রেলিয়ার খুব ভালো করে জানা। এ জন্য ডারউইনে বাংলাদেশের মতো করে উইকেট বানানো এবং প্রস্তুতি ক্যাম্প করে নিজেদের ঝালিয়ে নেওয়া স্টিভেন স্মিথদের। মিরপুরেও চলছে তার প্রস্তুতি। বোলিংয়ে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ কিংবা তাইজুল ইসলামকে সামলাতে ‘বিশেষ’ অনুশীলন শুরু করছে সফরকারীরা। বুধবারও সামনের পায়ে প্যাড না পড়ে স্পিনারদের বিপক্ষে নেট অনুশীলন করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সংবাদমাধ্যমকে অভিনব এই অনুশীলনের ব্যাখ্যা দিয়েছেন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাট রেনশ ও উসমান খাজা ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন নেটে। কিন্তু অবাক করা ব্যাপার হলো স্পিনারদের মুখোমুখি হয়ে তাদের সামনের পায়ে ছিল না কোনও প্যাড! বাংলাদেশের স্পিনারদের সামলাতেই তাদের এই অভিনব অনুশীলন। ২০১২ সালে জাস্টিন ল্যাঙ্গার যখন ব্যাটিং কোচ ছিলেন অস্ট্রেলিয়ার, সে সময় তিনি শুরু করেছিলেন এই ধরনের অনুশীলন। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেও একইভাবে নেটে নেমেছিলেন রেনশ ও খাজা।

বুধবার সাংবাদিকদের এই ধরনের অনুশীলনের বিষয়টি পরিষ্কার করেছেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ‘২০১২ সালে যখন জেএল (ল্যাঙ্গার) বাটিং কোচ ছিলেন, তখন আমরা এই ধরনের অনুশীলন করেছিলাম। এই অনুশীলনের মূল বিষয় হলো ব্যাট বেশি করে ব্যবহার করা। সামনের পায়ে প্যাড না থাকলে বলের আঘাত থেকে বাঁচার জন্য হলেও ব্যাট ব্যবহার করতে হবে। বলের ওপর বেশি নজর দিতেই এই অনুশীলন।’

বাংলাদেশের স্পিনারদের মোকাবিলা করতে কষ্টদায়ক এই অনুশীলন করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ম্যাক্সওয়েলের ভাষায় যা এমন, ‘এই অনুশীলনটা তাদের বিরুদ্ধে যারা নিয়মিত উইকেটে আঘাত করে, বাংলাদেশ যে জায়গাটায় ভীষণ ভালো। তারা স্টাম্প টু স্টাম্প বোলিং করে চাপ তৈরি করে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!