X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মুশফিকের পরামর্শে স্মিথ বোল্ড!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ২২:৫১আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২২:৫৬

মিরাজের বলে বোল্ড হয়ে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ স্টিভেন স্মিথ যে স্পিন বোলিং খেলতে পারদর্শী, সে কথা বাংলাদেশ দলের কারও অজানা নয়। প্রথম দিন শেষে অপরাজিত অস্ট্রেলীয় অধিনায়ককে দ্রুত ফিরিয়ে দেওয়া জরুরি ছিল টাইগারদের জন্য। সোমবার সকালেই কাঙ্ক্ষিত উইকেটটি দলকে উপহার দিতে পেরে মেহেদী হাসান মিরাজ উচ্ছ্বসিত। গত বছর ইংল্যান্ড-বধের নায়ক জানালেন, অধিনায়ক মুশফিকুর রহিমের পরামর্শে কীভাবে ফিরিয়ে দিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ককে।

দিনের তৃতীয় ওভারেই শেরে বাংলা স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়ে দিয়েছেন মিরাজ, একটু এগিয়ে খেলতে গিয়ে ফ্লাইটে বিভ্রান্ত স্মিথ বোল্ড হয়ে ফিরে এসেছেন মাত্র ৮ রান করে।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার সবচেয়ে মূল্যবান উইকেট শিকারের পেছনের গল্পটা বললেন মিরাজ, “স্মিথের জন্য আমাদের একটা পরিকল্পনা ছিল। মুশফিক ভাই বলেছিলেন, ‘স্মিথকে যদি রাউন্ড দ্য উইকেটে ভালো জায়গায় বল করতে পারিস, তাহলে সে আটকে যাবে। সে ওই ধরনের বল খেলতে পারে না, পায়ের ব্যবহার করতে পারে না, সামনে গিয়ে খেলে। সেক্ষেত্রে অনেক সময় বল টার্ন করে স্টাম্পড কিংবা ক্যাচ আউট হওয়ার সুযোগ থাকে।’ আমি মুশফিক ভাইয়ের কথা মতো বল করার চেষ্টা করেছি। রাউন্ড দ্য উইকেটে ঠিক জায়গায় বল করেছি, আর তা কাজে লেগেছে।”

স্মিথের উইকেট নিতে পেরে বাংলাদেশের তরুণ অফস্পিনার উচ্ছ্বসিত, ‘তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাই তাকে আউট করতে পেরে খুব ভালো লেগেছে।’

গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে মিরাজের চমকজাগানো টেস্ট অভিষেক। মিরপুর টেস্টের প্রথম ইনিংস শেষে তার উইকেট ৩৮টি। ক্রিকেট মাঠে প্রতিনিয়ত শেখার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন জায়গা। এখানে ব্যাটসম্যানরা দ্রুত বোলারদের পড়ে ফেলতে পারে। আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। ম্যাচে কীভাবে এগোতে হবে, কোন পরিস্থিতিতে কীভাবে বল করতে হবে বোঝার চেষ্টা করছি। ছোট ছোট অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করছে।’ 

আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি