X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সাব্বির-নাসিরের ওপর সিলেটের আস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৬

সাব্বির ও নাসির বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন রাজশাহী কিংসের সাব্বির রহমান। বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের ঝড় তুলেছিলেন ব্যাটে। এবার তিনি দল পাল্টে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের আইকন ক্রিকেটার। তার সঙ্গে আছেন জাতীয় দলের আরেক তারকা অলরাউন্ডার নাসির হোসেন। গতবার চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন তিনি। দলের টিম ডিরেক্টর ফারুক আহমেদ এ দুজনের ওপর আস্থা রাখছেন ভালোভাবে। তাদের নিয়ে ভালো কিছুর স্বপ্ন দেখছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার।

সাব্বির-নাসির শুধু ব্যাটে-বলে নয়, ফিল্ডিংয়েও ভারসাম্য আনবে বিশ্বাস ফারুকের, ‘আমার বিশ্বাস তারা শুধু ভালো খেলোয়াড়ই নয়, চমৎকার ফিল্ডারও। এটা আমাদের বাড়তি কিছু দেবে।’ দুজনের অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণার হবে মনে করেন তিনি। দুজনের কম্বিনেশন দলকে ভালো অবস্থানে রাখবে বলছেন সিলেটের এ টিম ডিরেক্টর, ‘জানি আইকন ক্রিকেটার সাব্বির। সে টি-টোয়েন্টিতে অনেক দক্ষ। তার ক্যারিয়ারটা শুরু হয়েছে কিন্তু টি-টোয়েন্টি দিয়ে। এরপর টেস্টও খেলেছে। আমার মনে হয় এ দুটি কম্বিনেশন আমাদের জন্য খুব ভালো হবে। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার খুব গুরুত্বপূর্ণ।’

দলে তারুণ্যের দারুণ পরীক্ষা হবে মনে করছেন ফারুক, ‘আমাদের দলটা তরুণদের দিয়ে সাজানোর চেষ্টা করেছি। সেখানে সাব্বির-নাসির খুব ভালো কিছু করবে।’

প্রত্যেক দলই শক্তির দিক থেকে প্রায় সমান বলছেন ফারুক, ‘টি-টোয়েন্টিতে কম্বিনেশন অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেক দলেই বিদেশি খেলোয়াড় আছে, অন্তত ১০ জন করে। কিন্তু দলে সব মিলিয়ে খেলবে ১১ জন। আর প্রত্যেক দলের মধ্যে বড় নাম ছাড়া আমি কোনও পার্থক্য খুঁজে পাচ্ছি না। সব দলই ভালো।’

সিলেট প্রথম ম্যাচ খেলবে নিজেদের মাঠে। এটাকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন ফারুক, ‘খুব ভালো যে প্রতিযোগিতায় আমরা প্রথম ম্যাচ খেলব সিলেট থেকে। অনেকেই বলে যে ঘরের দলের ওপর একটা চাপ থাকে। কিন্তু আমার মনে হয় সিলেটের জন্য এটা অন্যভাবে কাজ করবে। এখান থেকে ভালোভাবে শুরু করে যেন সেই ধারাটা আমরা ঢাকা ও চট্টগ্রাম সবখানেই ধরে রাখতে পারি সেটা খেয়াল রাখতে হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!