X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বেয়ারস্টোর সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ০২:১৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ০২:২২

ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির পর বেয়ারস্টোর উদযাপন একমাত্র টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিল ইংল্যান্ড। তবে ওয়ানডেতে ক্যারিবীয়দের কোনও সুযোগ দেয়নি স্বাগতিকরা। জনি বেয়ারস্টোর অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেটে জিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে জো রুটের দল।

এ হারে নিশ্চিত হয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে ২০১৯ সালের বিশ্বকাপ খেলতে হলে পেরোতে হবে বাছাইপর্বের বাধা। ক্যারিবীয়রা হেরে যাওয়ায় অষ্টম দল হিসেবে শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।

দুই বছরেরও বেশি সময় পর এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে ব্যাট হাতে নিয়েছিলেন ক্রিস গেইল। দানবীয় ব্যাটিংয়ের ইঙ্গিতও দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এ ওপেনার। কিন্তু পারেননি, তার সঙ্গে অন্য ব্যাটসম্যানরাও ছিলেন ব্যর্থ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪২ ওভারে নির্ধারিত ম্যাচে ৯ উইকেটে তাদের ২০৪ রানে বেধে ফেলে ইংল্যান্ড। তারপর লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি সময় নেয়নি তারা। ৩০.৫ ওভারে ৩ উইকেটে ২১০ রান করে স্বাগতিকরা।

ম্যানচেস্টারে মঙ্গলবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। গেইলের সঙ্গে মারলন স্যামুয়েলসের ওয়ানডে প্রত্যাবর্তন বড় ইনিংসের প্রত্যাশা জাগিয়েছিল। কিন্তু হয়নি। ইনিংসের তৃতীয় বলে রানের খাতা না খুলতেই বিদায় নিতে বসেছিলেন গেইল। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো জো রুট ক্যাচ ফেলে দিলে জীবন পান ক্যারিবীয় ওপেনার। ইনিংসের তৃতীয় ওভার থেকে চিরচেনা রূপ ধারণ করেন গেইল। চার-ছক্কায় দর্শকদের উল্লাসে মাতান তিনি। কিন্তু চতুর্থ ছয় মারতে গিয়ে রুটের দুর্দান্ত ক্যাচের শিকার হন এ ওপেনার। ২ চার ও ৩ ছয়ে ওকসের শিকার হওয়ার আগে ২৭ বলে ৩৭ রান করেন গেইল।

অধিনায়ক জেসন হোল্ডার সবচেয়ে বেশি ৪১ রানে অপরাজিত ছিলেন ৩৩ বল খেলে। এছাড়া শাই হোপ করেন ৩৫ রান।

বেন স্টোকস ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার। দুটি করে পেয়েছেন আদিল রশিদ ও ওকস।

২০৫ রানের লক্ষ্যে নেমে শুরুতেই অ্যালেক্স হেলস বিদায় নেন। তবে জনি বেয়ারস্টোর সঙ্গে জো রুটের ১২৫ রানের জুটিতে সহজ জয়ের পথে চলেছে ইংলিশরা। রুট ৫৩ বলে করেন ৫৪ রান। বেয়ারস্টো ইনিংস সেরা ১০০ রানে অপরাজিত থেকে দলকে জেতান। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির মুখ দেখা এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের ৯৭ বলের ইনিংসে রয়েছে ১১ চার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?