X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাজ্জাকের স্পিনে খুলনার বিশাল জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৩

দুর্দান্ত বোলিংয়ে খুলনাকে জেতালেন রাজ্জাক জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে রংপুরের সঙ্গে নিজেদের মাঠে ড্র করেছিল খুলনা। সেই শেখ নাসের স্টেডিয়ামেই দ্বিতীয় রাউন্ডে ২৩৯ রানের বিশাল ব্যবধানে জয় পেলো তারা। ৪০৩ রানের লক্ষ্যে নেমে আবদুর রাজ্জাকের স্পিনে পাত্তাই পায়নি বরিশাল।

কোনও উইকেট না হারিয়ে ৩২ রানে শেষদিনের খেলা শুরু করেছিল বরিশাল। তাদের দরকার ছিল আরও ৩৭১ রান। আগের দিন ১৫ রানে অপরাজিত ফজলে রাব্বি ও রাফসান আল মাহমুদ ১৩ রানে খেলতে নামেন। সোমবার তারা মাঠে নেমে আরও ২৬ রান যোগ করেন। কিন্তু মইনুল ইসলামের স্পিনে নাকাল হতে হয় তাদের। ২৭ রানে রাফসানকে রবিউল ইসলাম রবির ক্যাচ বানান এ বাঁহাতি স্পিনার। মইনুল তার পরের তিন ওভারে বরিশালের আরও দুই উইকেট তুলে নেন। দলের ৫৮ থেকে ৬৮ রানের মধ্যে প্রথম তিন উইকেট হারানো বরিশাল আর দাঁড়াতে পারেনি।

মইনুলের অবদান ওখানেই শেষ। মরচে পড়া বরিশালের ব্যাটিং লাইনআপকে এরপর বিধ্বস্ত করে দেন রাজ্জাক। ৩৫ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার ১৭ ওভারে ৭ মেডেন করেন, ৩২ রান দিয়ে নেন ৫ উইকেট। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ২৯ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়ে বরিশালকে ১৬৩ রানে অলআউট করে দেন রাজ্জাক।

দুই সতীর্থ স্পিনারদের দিনে জাতীয় দলের পেসার মাশরাফি মুর্তজা এই ইনিংসে ৪ ওভার বল করে কোনও উইকেট পাননি, ১৪ রান দিয়েছেন তিনি। প্রথম তিন উইকেট নেওয়া মইনুল পরে আর কোনও ব্যাটসম্যানকে নিজের শিকার বানাতে পারেননি। ৭ ওভারে ১৯ রান দিয়েছেন তিনি।

প্রথম ইনিংসে খুলনা ৪৪৪ রান করেছিল খুলনা। জবাবে বরিশাল অলআউট হয় ২৫৮ রানে। ৭ উইকেটে ২১৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বরিশালের সামনে রানের পাহাড় গড়ে খুলনা। রাজ্জাক দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জেতাতে অবদান রাখলেও প্রথম ইনিংসে ১৭৭ রান করে ম্যাচসেরা হয়েছেন খুলনার মাহাদী হাসান।

এদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী ও চট্টগ্রামের ম্যাচটি হয়েছে ড্র। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চট্টগ্রামের ৪৩২ রানের জবাবে জুনায়েদ সিদ্দিকী (৭৭) ও ফরহাদ হোসেনের (৬০) ফিফটিতে রাজশাহী প্রথম ইনিংসে অলআউট হয় ৪১৫ রানে। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে মাত্র এক ওভার খেলতে পেরেছে চট্টগ্রাম।

বৃষ্টির দখলে গেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা ও রংপুরের লড়াইয়েরও সিংহভাগ। নিশ্চিত ড্রর ম্যাচে শেষদিন কোনও উইকেট না হারিয়ে ৪৯ রানে দিন শুরু করেছিল রংপুর। সায়মন আহমেদ (৬৩), জাহিদ জাভেদ (৫৩) ও সোহরাওয়ার্দী শুভর (৫৬) ব্যাটে ২ উইকেটে ২৩৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তারা।

জবাবে ঢাকা খেলতে পেরেছে ৪৪ ওভার। রনি তালুকদারের (৬০) ব্যাটে তারা প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৫০ রানে দিন শেষ করেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল